আসসালামু আলাইকুম।
1) কারও আপন কেউ মারা গেলে সে যদি প্রথমেই সবর করতে না পারে, কান্নাকাটি, হাহুতাশ, অভিযোগ করে, তাকদিরের উপর অসন্তুষ্ট হয়। পরবর্তীতে সে কিছুটা স্বাভাবিক হয়। কিন্ত যখনই তার বিচ্ছেদের কথা মনে পড়ে তখনই তার খুব কষ্ট হয়, খুব কাদে তাহলে কি তার এই কষ্টের জন্ন আল্লাহর কাছ থেকে সে পুরষ্কার পাবে? নাকি প্রথমে সবর করেনি তাই সে পরবর্তীতে এই কষ্টের জন্য কোনই পুরষ্কার পাবে না?
2)কষ্টে মানুষের যে বুক ভার হয়ে থাকে বা মানুষ যে কষ্টে কাদে, তার এই কষ্টের জন্য কি সে সাওয়াব পাবে?
3) জান্নাত খালি ময়দান। আমাদের আমল দিয়েই আমাদেরকে জান্নাতকে সাজাতে হবে। এটা কি সঠিক?
4) কেউ এক ওয়াক্তের সালাত আদায়ের পর পরবর্তী ওয়াক্তের সালাতের জন‍্য অপেক্ষা করে সেই সালাত আদায় করতে চায়। কিন্তু এর মধ্যে অযু ভেঙ্গে যাওয়ার কারনে বা টয়লেটের জরুরতের জন‍্য সালাতের স্থান থেকে উঠে বাথরুম গিয়ে ওযু করে এসে সালাত আদায় করে, তাহলে কি সে এক সালাত আদায় করে অপর সালাতের জন‍্য অপেক্ষা করার যে সোয়াব তা পাবে?
5) চাশতের ওয়াক্ত এখন কয়টায় শুরু হয় ও কয়টায় শেষ হয়?