আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
84 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (21 points)
reshown by
সিগারেটের বিভিন্ন কোম্পানিতে চাকুরির বিজ্ঞপ্তি দেখা যায়। এসব বিজ্ঞপ্তি দেখে কিছু প্রশ্ন এসেছে।

(১) সিগারেট খাওয়ার বিধান কি?

(২) সিগারেট বিক্রি করার বিধান কি? সিগারেট বিক্রি করে উপার্জিত অর্থ কি হালাল না হারাম?

(৩) সিগারেট প্রস্তুতকারক কোম্পানিতে চাকুরি করার বিধান কি?

1 Answer

0 votes
by (684,760 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-


(০১)
সিগারেট খাওয়া মাকরুহে তাহরিমি।
 দারুল উলূম দেওবন্দ সহ হানাফি ফিকহ মনে করে যে,ধুমপান হারাম হওয়ার বিষয়টা অকাট্য দলীল দ্বারা প্রমাণিত নয়।সুতরাং ধুমপানকে সরাসরি হারাম বলা যাচ্ছে না,এজন্য ফুকাহায়ে কেরাম মাকরুহে তাহরিমি বলে থাকেন।

সৌদি আরবের ফাতাওয়া হল,ধুমপান করা হারাম।

সৌদি আরবের দারুল ইফতা নিম্নোক্ত কারণে হারামের ফাতাওয়া দিয়ে থাকে
(ক)
আল্লাহ্ তা‘আলা বলেন:
«وَيُحِلُّ لَـهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْـخَبَائِثَ»
‘‘আরো সে (রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাদের জন্য পবিত্র ও উত্তম বস্ত্তসমূহ হালাল করে দেন এবং হারাম করেন নিকৃষ্ট ও অপবিত্র বস্ত্তসমূহ’’।(আ’রাফ:১৫৭)

(খ)ধূমপানে সম্পদের বিশেষ অপচয় হয়। আর সম্পদের অপচয় তো হারাম।আল্লাহ্ তা‘আলা বলেন:
«وَلَا تُبَذِّرْ تَبْذِيْرًا، إِنَّ الْـمُبَذِّرِيْنَ كَانُوْا إِخْوَانَ الشَّيَاطِيْنِ، وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُوْرًا»
‘‘কিছুতেই সম্পদের অপব্যয় করো না। কারণ, অপচয়কারীরা শয়তানের ভাই। আর শয়তান হচ্ছে তার প্রভুর অত্যন্ত অকৃতজ্ঞ’’।(ইস্রা/বানী ইস্রাঈল : ২৬-২৭)

আল্লাহ্ তা‘আলা আরো বলেন:
«وَلَا تُسْرِفُوْا، إِنَّهُ لَا يُحِبُّ الْـمُسْرِفِيْنَ»
‘‘তবে তোমরা (পোশাক-পরিচ্ছদ ও পানাহারে) অপচয় ও অপব্যয় করো না। কারণ, আল্লাহ্ তা‘আলা অপচয়কারীদেরকে কখনো পছন্দ করেন না’’।(আ’রাফ : ৩১)

বিস্তারিত জানুনঃ  
,
(০২)
সিগারেট বিক্রয় করা জায়েজ আছে,তবে এটি অনুত্তম কাজ।

সিগারেট বিক্রি করে উপার্জিত অর্থ হালাল। 
,
বিস্তারিত জানুনঃ   

(০৩)
সিগারেট প্রস্তুতকারক কোম্পানিতে চাকুরি করা জায়েজ আছে।
তবে অন্য চাকুরির ব্যবস্থা থাকলে তাকওয়ার খাতিরে  সিগারেট প্রস্তুতকারক কোম্পানিতে চাকুরি না করাই ভালো হবে।   

আরো জানুনঃ 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...