ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(ক)
যেসকল ফরয নামাজের আগে সুন্নত নামাজ আছে।সেসকল নামাজের সুন্নত নামাজ পড়ার পরে,জামায়াত শুরু হতে দেরি হলে,ঐ সময়টুকুতে নফল নামাজ,শোকরানা নামাজ,উমরি কাজা নামাজ ইত্যাদি পড়া যাবে।
(খ)
একাকি আসর নামাজ পড়ার ক্ষেত্রে, ধরুন বিকেল ৪ঃ৩০এ আসরের ওয়াক্ত আসছিলো।পাচটার দিকে ৮/১০ রাকাত নফল নামাজ,কাজা নামাজ পড়ে,তারপর আসরের ফরয নামাজ আদায় করা যাবে।
তবে এমনটা না করে, বরং টাইমমত আছরের নামায পড়াই শ্রেয়। আছরের ফরয নামায পড়ার পর কাযা পড়া জায়েয আছে।হ্যা, আছরের ফরয নামায পড়ার পর নফল নামায পড়া যায় না।
(গ)
কেউ কোন মান্নত করলো,যেমন পরীক্ষায় পাস করলে দুইটা রোজা থাকবে।তারপর পরীক্ষা হলো।এখনো রেজাল্ট হয় নি।কিন্তু সে নিশ্চিত হয়ে গেছে যে সে পাশ করবে।তাহলে,রেজাল্টের আগেই দুটো বা একটা রোজা করে ফেললে, সেই মান্নত আদায় হবে।