আসসালামু আলাইকুম
আমি আইওম এর ২১৬ ব্যাচের একজন ছাত্রী ছিলাম।সেপ্টেম্বর মাসে পেমেন্ট করার পর আমি জানতে পারলাম হারাম উপার্জন থেকে পেমেন্ট করা যায় না।আমার বাবা মা দুজনই ব্যাংকে চাকুরী করে।আমার নিজস্ব কোন উপার্জন নেই।তাই আমি আমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে ভর্তি ফি ও মাসিক পেমেন্ট করেছিলাম।এখন আমার মনে হলো যদি টাকাটা পেমেন্ট করাতে প্রতিষ্টানের ইনকামে কোন সমস্যা তাই সেপ্টেম্বর মাসের পর থেকে আমি আর পেমেন্ট করি নি ক্লাস ও করি নি।কারন আমার হালাল উপার্জনের কোন সুযোগ এখনো আসে নি।এখন আমার করনীয় কি?হারাম উপার্জন থেকে কি অর্থ প্রদান করা যাবে?না গেলে যেই অর্থ আমি ইতিমধ্যে দিয়ে ফেলেছি সেটার জন্য কি মাদ্রাসার ইনকামে কোন সমস্যা হবে?