আসসালামু আলাইকুম
১/
আমার দাদা ও উনার বড় ভাই, তাদের ছেলে সন্তান নাতিপুতি এই দুপক্ষ নিয়ে আমাদের গোত্র। স্বপ্নে দেখি আমি ও আমাদের গোত্রের অপর পক্ষের একজনকে নিয়ে দুজন মিলে আমাদের যার যার অংশের নিজ নিজ জমিতে ফাঁদ পেতে মাছ ধরতেছি। আমার অংশের দুই দিক থেকে পানি প্রবাহিত হচ্ছে, আমি শুধুমাত্র একদিকে ফাঁদ পেতেছি। অপর দিকে ফাঁদ পাতানোর আর কিছু ছিলনা স্বপ্নে। তবে আমার ফাঁদেই তাদের তুলনায় প্রচুর মাছ আটকা পরেছে। যখন মাছ শিকার করি তখন এক পর্যায়ে আমি নিজের পায়ের দিকে নজর দেই জোঁকে ধরলে কিনা, কিন্তু তেমন কিছু পাই নি। তার পর দেখি একটা সাদাকালো সাপ পানির মধ্যে ভেসে উঠে আবার নিচে তলিয়ে যায়। সেটা আমার কোনো ক্ষতি করতে পারে নি। তার এক পর্যায় জমির আইল ছোট্ট সাইজে ভেঙে পানি আসা শুরু করে, আমি সেটা আবার কাদা দিয়ে ভরে দেই।
আর যেই মাছগুলো ধরতে পেরেছি আমি সেই মাছগুলো আমার দাদার উত্তরাধিকার যারা তাদের মধ্যে তা বন্টনের ব্যবস্থা করে দিচ্ছি। মাছগুলো নানারকমের ছোট মাছ ছিল সবগুলো।
এই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই।
২/
আমি স্বপ্নে প্রায় সময় একেকে স্বপ্নে মসজিদ, আজান, নামাজ, কুরআন, ইতিকাফ, ইফতার, সেহরি, কবর, ইতেকাপ, ওয়াজ, বিয়ে এসব দেখে থাকি এবং এসব স্বপ্নে বেশির ভাগ আমাদের মসজিদের ইমাম সাহেবকেও দেখতে পাই।
এর কি কারণ হতে পারে।
এটা আমি আল্লাহর তরফ থেকে মনে করব নাকি শয়তানের পক্ষ থেকে নাকি মনের নিছক কোনো কল্পনা থেকে হচ্ছে। আর এসব স্বপ্নের বিষয়বস্তুর ব্যাখ্যা কি জানতে চাই