আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
133 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
আমার ভাই দেশের বাইরে থেকে বাবার অসুস্থতার সময় বাংলাদেশে আসে এবং অসুস্থ বাবা এবং মায়ের পছন্দের মামাতো বোনকে ১ দিনের নোটিশে পারিবারিক ভাবে বিয়ে করে। বিয়ের কিছুদিন পর সে দেশের বাইরে চলে যায় এবং তার স্ত্রী মানে আমার মামাতো বোন আর তার পরিবারের সাথে যোগাযোগ রাখতে চায়না। আমি এ ব্যাপারে অনেক জোর করলে একমাত্র আমাকে সে বলতে বাধ্য হয় যে- ছোট বেলায় সেই মামা আমার ভাই এর সাথে জোর পূর্বক দুইবার শারীরীক সম্পর্ক করে। যা ভাই তার স্ত্রীকে স্পর্শ করলেও মনে পরে যাচ্ছে। ঘৃণাবোধ আসছে।
এখন আমার প্রশ্ন হলো ছোট বেলায় একজন পুরুষ নাবালক শিশুর সাথে শারীরীক সম্পর্ক করে এবং পরে তার মেয়ের সাথে সেই ছেলেকে বিয়ে দিলে সেই বিবাহ বৈধ হয়েছে কিনা? আর এখন আমার ভাই এর কি করা উচিৎ?
উল্লেখ্য আমার ভাইকে একদিনের মধ্যে বিয়ের সিদ্ধান্ত দেওয়া হয়েছিলো, সে রাজি ছিলো কিন্তু এতো কিছু ভাবার সময়ও পায়নি। এখন সে কনোভাবেই মানতে পারছে না।

1 Answer

0 votes
by (714,440 points)
edited by

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/11844 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
আল্লাহ তা’আলা বলেন,
وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنْ أَحَدٍ مِّن الْعَالَمِينَ
এবং আমি লূতকে প্রেরণ করেছি। যখন সে স্বীয় সম্প্রদায়কে বললঃ তোমরা কি এমন অশ্লীল কাজ করছ, যা তোমাদের পূর্বে সারা বিশ্বের কেউ করেনি ?
إِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ شَهْوَةً مِّن دُونِ النِّسَاء بَلْ أَنتُمْ قَوْمٌ مُّسْرِفُونَ
তোমরা তো কামবশতঃ পুরুষদের কাছে গমন কর নারীদেরকে ছেড়ে। বরং তোমরা সীমা অতিক্রম করেছ।

হযরত ইবনে আব্বাস রাযি থেকে বর্ণিত
عَنْ ابْنِ عَبَّاسٍ رضي الله عنهما قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( مَنْ وَجَدْتُمُوهُ يَعْمَلُ عَمَلَ قَوْمِ لُوطٍ فَاقْتُلُوا الْفَاعِلَ وَالْمَفْعُولَ بِهِ )
যদি তোমরা সমকামী কাউকে পাও,তাহলে তাদের উভয়কে হত্যা করো(এ নির্দেশ সরকারের জন্য)(সুনানে আবি-দাউদ-৪৪৬২,সুনানে তিরমিযি-১৪৫৬,সুনানে ইবনি মা'জা-২৫৬১)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মামা তার বাগনার সাথে শারিরিক সম্পর্কে জড়িয়ে থাকার কারণে অবশ্যই মামার গোনাহ হবে।বাগনা নাবালক হলে সে ক্ষমাযোগ্য হিসেবে বিবেচিত হবে।তবে সমকামিতার দরুণ ঐ ছেলের জন্য ঐ মামার মেয়ে হারাম বা নাজায়েয হবে না।
বরং তারা পুরোদস্তুর সংসার করতে পারবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (714,440 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...