আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
149 views
in সালাত(Prayer) by (102 points)
আসসালামু 'আলাইকুম।

আলিফ উচ্চারিত হবে হলকের শেষ থেকে আর আঈন উচ্চারণ মধ্য থেকে।অথচ আঈন চাপা উচ্চারণ।

যখন ক্বারীদের তেলাওয়াত শুনি তখন মনেই হয়না আঈন উনারা অনেএএএক চাপিয়ে উচ্চারণ করে।তারা সফট উচ্চারণ করে। অথচ আমি অনেক চাপিয়ে করতে পারি।শুনেছি এত নাকি চাপাতে হয়না।আর অত চাপাতে গেলেও জটিলতা হয়।আর অনেক বেশি চাপালেত শুনতে একটু অন্যরকম লাগে।

আর আলিফ উচ্চারণ আর মাদের হরফ 'আ' এর উচ্চারণের স্থলের তফাত রয়েছে।


আমার প্রস্ন,

১ এতদিন আমার আলিফ উচ্চারণ ও মাদের 'আ' উচ্চারণের ব্যাপারটি জানাসত্বেও খেয়াল ছিল না,তাই উভয় সেম ভাবে উচ্চারণ করেছি,এখন ঠিকভাবে করার ট্রাই করছি,আগের সালাতে কি সমস্যা হবে

২,উপরোক্ত বর্ণনা মোতাবেক আমি 'আঈন উচ্চারণ নরম্যালি করতে যেয়ে অত চাপায় না আর। কিন্তু এতে অনেক সময় হলকের মধ্য থেকে হয়না,মুখের শেষ থেকে হয় তবে ক্বারীদের মত চাপা হয়।আঈন টা চাপা উচ্চারীত হয় তুলনামুলক আলিফের তুলনায়।আমার তাজউইদের এক মাদানী উস্তাদ বলেছিল যদি চাপা হয় তাহলে হয়ে যাবে হয়ত। এখন সুরা ফাতিহার আলহামদুলিল্লাহি রব্বিল 'আলামিন উচ্চারণে বারবার ওয়াসোয়াসা আসছে।এতে ভুল উচ্চারণ হচ্ছে কিনা 'আঈন উচ্চারণে।এছাড়া অন্যান্য 'আইন ঊচ্চারণ্রর জায়গাতেও।এখন কি করণীয়।

1 Answer

0 votes
by (678,880 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


লাহনে জলি (অর্থ পরিবর্তন) হয়, এমন ভুল পড়ার দ্বারা নামাজ নষ্ট হয়ে যায়। 

মহান আল্লাহ তাআলার কালাম তিলাওয়াতের বিশেষ নিয়ম ও আদব রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন-
وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا
কুরআন তিলাওয়াত কর ধীরস্থির ভাবে, স্পষ্টরূপে। -সূরা মুযযাম্মিল (৭৩) : ৪

হাদীস শরীফে ইরশাদ হয়েছে-
زينوا القرآن بأصواتكم
সুন্দর সূরের মাধ্যমে কুরআনকে  (এর তিলাওয়াতকে) সৌন্দর্যমণ্ডিত কর। -সুনানে আবু দাউদ, হাদীস ১৪৬৮

বিস্তারিত জানুনঃ  

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
নিকটতম মাখরাজ বিশিষ্ট হরফ উচ্চারণের ক্ষেত্রে অনেক বিজ্ঞ ইসলামী স্কলারগন ছাড় দিয়েছেন।
উনারা বলেছেন যে এতে নামাজ ভেঙ্গে যাবেনা।
তবে অনেকেই বলেছেন যে এতে নামাজ ভেঙ্গে যাওয়ার মতো  অর্থ বিকৃত হলে নামাজ ভেঙ্গে যাবে।  

আরো জানুনঃ-  

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
(০১)
আগের সালাত গুলি পুনরায় কাজা আদায় করতে হবেনা।

(০২)
উল্লেখিত পদ্ধতিতে হালকা চাপ দিয়ে পড়লে হয়ে যাবে।
স্বাভাবিকভাবে গলার অগ্রভাগের নিকট থেকে উচ্চারণ করলেই হবে।
প্রয়োজনে বিশুদ্ধ তিলাওয়াত কারীকে কাউকে শুনিয়ে নিবেন।      


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...