শায়েখ আরেকবার একটু পড়ে উত্তর দিবেন
স্বামী যদি ঝগড়ার সময় বলে তোর মতো বেয়াদবের সাথে সংসার করা অসম্ভব/তোর মতো মেয়ের সাথে সংসার করা অসম্ভব।এরপর হয়তো আর কিছু বলছে যা মনে নেই।এরপর যদি বলে তুই শুধু একবার বল যে আপনার সাথে থাকবোনা তাহলেই ব্যবস্থা নেবো(এখানে ব্যবস্থা বলতে তালাক বুঝায়ছে কিনা জানিনা নকি অন্য কিছু) ।তোর পড়াশুনা বাদ ভার্সিটির কালই খুলনা(এখানে আমার বাবার বাড়ি) যাবি।তারপর কি যেনো বলার পর বলছে তোর বাপ ভাইয়ের সাথে কথা বলে কথা বলে কি সীদ্ধান্ত নিবি জানাবি/একটা সিদ্ধান্ত নিবি।আমার মা আসলে আমার বাড়ি যাবি।কাল না আজই খুলনা যাবি।স্ত্রী তার কোন কথায় সায় দিনি বা তালাকও চাইনি চুপ ছিলো।শায়েখ পুরো ঘটনা টা স্ত্রীর মনে নেই।বাক্যগুলোর মাঝে মাঝে হয়তো কিছু কিছু কথা বাদ গেছে।
১.এখানে কোন কথাটা বলার কারণে তালাকের মজলিস হবে তোর মতো বেয়াদবের সাথে/মেয়ের সাথে সংসার করা অসম্ভব এ কথাটা নাকি তুই শুধু একবার বল আপনার সাথে থাকবো না তাহলে ব্যবস্থা নিব এটা বলার কারনে??
২.তোর মতো বেয়াদবের/মেয়ের সাথে সংসার করা অসম্ভব এটা কি কেনায়া শব্দ??ঐ মজলিসে এটা বলায় নিয়ত ব্যতীত কি তালাক হবে??
৩.তোর মতো বেয়াদবের /মেয়ের সাথে সংসার করা অসম্ভব এটার পর হয়তো আরো কিছু বলার পর তুই শুধু একবার বল আপনার সাথে থাকবো না তাহলে ব্যবস্থা নিবো এটা বলেছিলো নাকি পরে বলেছিলো তোর মতো বেয়াদবের/মেয়ের সাথে সংসার করা অসম্ভব স্ত্রী একদম ভুলে গেছে।তবে আগে হতে পারে তাও কনফিউজড।যদি মজলিস শুরুর দিকে তুই শুধু একবার বল আপনার সাথে থাকবো না তাহলে ব্যবস্থা নিব এ কথাটা বলার আগে তোর মতো বেয়াদবের/মেয়ের সাথে করা অসম্ভব বলে তাহলে কি নিয়ত ছাড়াই তালাক পতিত হবে?? নাকি হবে না??
৪.যদি তুই শুধু একবার বল আপনার সাথে থাকবো না তাহলে ব্যবস্থা নিবো একথাটার পর আরো কিছু বলার পর বলে তোর সাথে সংসার করা অসম্ভব এটা বলে তাহলে কি নিয়ত ছাড়াই তালাক পতিত হবে?? স্ত্রী অনেকটাই ভুলে গেছে শিওর হতে পারছে না আগে নাকি পরে বলছে এখন কি হবে??
একটু বুঝিয়ে বলবেন
৫.এখানে স্ত্রী পুরোপুরি শিওর হতে পারছে না যে তোর মতো বেয়াদবের/তোর মত মেয়ের সাথে সংসার করা অসম্ভব এ কথাটা ঐ কথাটার আগে বলছে নাকি পরে বলছে।তাহলে কি সমাধান হবে?? তার তো মনে নেই।