ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১) কীতাল ফি সাবিলিল্লাহ ই বড়।
(২) নফসের কুমন্ত্রণা হয়ে থাকে,এটা শয়তানের পক্ষ্য থেকে হয়, এত্থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে চাইতে হবে। এই সম্পর্কে হাদীস প্রমাণিত আছে।
(৩)নামাজে সিজদারত অবস্থায় যদি পা দ্বারা পা চুলকায়,তিনবারের বেশী হলে, মাকরুহ হবে।তবে নামায ফাসিদ হবে না।
(৪) নির্দিষ্ট কোনো দু'আ সম্পর্কে আমাদের জানা নেই।
(৫) আরবী পড়লেই সওয়াব পাওয়া যাবে।শুধুমাত্র বাংলা পড়লে কোনো সওয়াব পাওয়া যাবে না।
(৬)বাংলা কুরআন কে ওযু ছাড়া ধরা যাবে।
(৭)ইমামের পিছনে পিছনে কিরাত পড়া মাকরুহে তাহরিমী।
(৮)"তাওহিদুল হাকিমিয়া" সম্পর্কে বলবো আর কি? এই শব্দ এই প্রথম শুনলাম।