আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
221 views
in সালাত(Prayer) by
assalamu alaikum.

ami ojur somoy jodi kuli akbar kori,hat 2 bar dhui,mukh 3 bar dhui.arokom bhabe ki oju hobe naki?naki oju e hobe na?naki 1 bar mukh dhule 1 bar e hat dhute hobe 3 bar dhoya jabe na?

1 Answer

0 votes
by (717,920 points)
বিসমিহি তা'আলা

জবাবঃ-
অজুতে গোসলের অঙ্গ সমূহকে একবার ধৌত করা ফরয।যেমন, হাত পা,মুখ।এবং তিনবার করে ধৌত করা সুন্নাত।এবং মাসেহের অঙ্গ সমূহে(মাথার চার ভাগের এক ভাগ) একবার মাসেহ করা ফরয।আর সারা মাথা একবার মাসেহ করা সুন্নাত।

(وَمِنْهَا) تَكْرَارُ الْغَسْلِ ثَلَاثًا فِيمَا يُفْرَضُ غَسْلُهُ نَحْوُ الْيَدَيْنِ وَالْوَجْهِ وَالرِّجْلَيْنِ. كَذَا فِي الْمُحِيطِ.

ঐ সমস্ত অঙ্গ সসমূহকে তিনবার ধৌতকরা সুন্নাহ যেগুলোকে অজুতে ধৌত করা ফরয।যেমন, দুনু হাত,চেহারা, দুনু পা।(মুহিত)

الْمَرَّةُ الْوَاحِدَةُ السَّابِغَةُ فِي الْغَسْلِ فَرْضٌ. كَذَا فِي الظَّهِيرِيَّةِ وَالثِّنْتَانِ سُنَّتَانِ مُؤَكَّدَتَانِ عَلَى الصَّحِيحِ. كَذَا فِي الْجَوْهَرَةِ النَّيِّرَةِ.

একবার সমস্ত অঙ্গকে ভালভাবে ধৌত ফরয।(যাহিরিয়্যাহ)আর পরবর্তী দুই বার ধৌত করা বিশুদ্ধমতে সুন্নাতে মু'আক্কাদা।

(জাওহারাতুন নাইয়্যিরাহ)
وَتَفْسِيرُ السُّبُوغِ أَنْ يَصِلَ الْمَاءُ إلَى الْعُضْوِ وَيَسِيلَ وَيَتَقَاطَرَ مِنْهُ قَطَرَاتٌ. كَذَا فِي الْخُلَاصَةِ وَفِي فَتَاوَى الْحُجَّةِ وَيَنْبَغِي أَنْ يَغْسِلَ الْأَعْضَاءَ كُلَّ مَرَّةٍ غَسْلًا يَصِلُ الْمَاءُ إلَى جَمِيعِ مَا يَجِبُ غَسْلُهُ فِي الْوُضُوءِ فَلَوْ غَسَلَ فِي الْمَرَّةِ الْأُولَى وَبَقِيَ مَوْضِعٌ يَابِسٌ ثُمَّ فِي الْمَرَّةِ الثَّانِيَةِ يُصِيبُ الْمَاءُ بَعْضَهُ ثُمَّ فِي الْمَرَّةِ الثَّالِثَةِ يُصِيبُ مَوَاضِعَ فَهَذَا لَا يَكُونُ غَسْلَ الْأَعْضَاءِ ثَلَاثَ مَرَّاتٍ. كَذَا فِي الْمُضْمَرَاتِ.

ভালভাবে ধৌত করার অর্থ হল,পানিকে (ধৌত করার অঙ্গ সমূহে)অঙ্গ সমূহে এমনভাবে পৌছানো হবে যে,তা থেকে উচ্ছিষ্ট পানি টপকিয়ে টপকিয়ে পড়বে।(খুলাসাহ)

প্রত্যেক অঙ্গকে প্রতিবার এমনভাবে ধোত করা সুন্নাত যাতে করে উক্ত অঙ্গের সমস্ত স্থানে পানি পৌছে যায়।এখন যদি প্রথমবার কোনো অঙ্গকে এমনভাবে ধৌত করা হয় যে,তথায় কিছু জায়গা শুষ্ক থেকে যায়।এভাবে দ্বিতীয় বার ধৌত করার সময়ও কিছু জায়গা ভিজে এবং কিছু জায়গা শুষ্ক থাকে,কিন্তু তৃতীয়বার ধৌত করার সময় সমস্ত স্থানেই পানি পৌছে, তাহলে তাতে তিনবার ধৌতকরার সুন্নাত আদায় হবে না।(মুযমামারাত)

ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৭

সুতরাং আপনার বর্ণনা অনুযায়ী,

অজু তো হয়েই যাবে।তবে সুন্নাহ আদায় হবে না।

হ্যা এই প্রকার অজু দ্বারা সকল প্রকার ইবাদত করতে পারবেন।

আল্লাহ-ই ভালো জানেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 153 views
0 votes
1 answer 62 views
asked Dec 12, 2022 in পবিত্রতা (Purity) by ziabip (2 points)
0 votes
1 answer 109 views
0 votes
1 answer 75 views
...