আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
149 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (82 points)
edited by
আসসামুআলাইকুম ওরাহমাতুল্লা।

১।কোন মহিলাকে যদি তার স্বামী তালাকের অধিকার দেয়।সে যদি নিজেকে তালাক না দিয়ে স্বামীকে বলে তুই আমার জন্য হারাম তাহলে কি তালাক হয়? আর নিজেকে তালাক না দিয়ে যদি স্বামীকে বলে আমি তুর জন্য হারাম তাহলে কি তালাক হয়?মানে রাগে এরকম বলে ফেললে?

২।কোন মহিলাকে যদি স্বামী তালাকের অধিকার দেয় সে যদি স্বামীর দিকে ইন্গিত করে বলে অমুক কাজ করলে তালাক তাহলে ঔ কাজ স্বামি করলে কি তালাক হয়ে যাবে? স্ত্রী নিজের দিকে ইন্গিত না করলে?  মানে  মনে মনে স্বামীর দিকে ইন্গিত করলে?

৩।একজনের স্বামী মেসেজে ঝগড়ার সময় কেনায়া শব্দ বলে।স্ত্রী যখন জিগ্যেস করে কোন নিয়তে বলেছ? স্বামী বলে তুর মারে চু...... নিয়তে।স্বামী সাধারনত এমন মানুষ না বেশি রেগে গিয়েছিল। এসব কথা দ্বারা কি তালাক হবে?কয়েকবার জিগ্যেস করেছিল স্বামীকে, স্বামী  বরং  গালি দিয়েছে এভাবে।আর বলেছিল এ কথাটা আমার সহ্য হয় না।

1 Answer

0 votes
by (715,680 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/1049 নং ফাতাওয়ায় বলেছি যে,
মোগল সাম্রাজ্য কর্তৃত রচিত অনবদ্য ও সর্বমহলে গ্রহণযোগ্য ফেকহি কিতাব "ফাতাওয়ায়ে হিন্দিয়া) তে বর্ণিত রয়েছে,
لَا يَقَعُ بِهَا الطَّلَاقُ إلَّا بِالنِّيَّةِ أَوْ بِدَلَالَةِ حَالٍ كَذَا فِي الْجَوْهَرَةِ النَّيِّرَةِ. ثُمَّ الْكِنَايَاتُ ثَلَاثَةُ أَقْسَامٍ (مَا يَصْلُحُ جَوَابًا لَا غَيْرُ) أَمْرُك بِيَدِك، اخْتَارِي، اعْتَدِّي (وَمَا يَصْلُحُ جَوَابًا وَرَدَّا لَا غَيْرُ) اُخْرُجِي اذْهَبِي اُعْزُبِي قُومِي تَقَنَّعِي اسْتَتِرِي تَخَمَّرِي (وَمَا يَصْلُحُ جَوَابًا وَشَتْمًا) خَلِيَّةٌ بَرِيَّةٌ بَتَّةٌ بَتْلَةٌ بَائِنٌ حَرَامٌ
কেনায়া শব্দাবলী দ্বারা নিয়ত ব্যতীত বা তালাকের ব্যাপারে ইশরা ইঙ্গিত ব্যতীত তালাক পতিত হয় না।কেনায়া তালাক তিন প্রকার যথাঃ-
(১)
যে সমস্ত শব্দাবলী দ্বারা তালাক ব্যতীত ভিন্ন কিছু বুঝা যায় না।যেমন,তোমার বিষয় তোমার হাতে,তুমি পছন্দ করো,তুমি গণনা করো। (২) যে সমস্ত শব্দাবলী দ্বারা তালাক হওয়া এবং না হওয়া উভয়টি বুঝায়।যেমন,তুমু বের হও,তুমি চলে যাও,তুমি আমার কওম থেকে দূরে চলে চাও,তুমি নেকাব পরিধান করো,তুমি পর্দার আড়ালে চলে যাও,তুমি উড়না পরিধান করো। (৩) যা তালাক এবং গালির উভয়টির সম্ভাবনা রাখে। হারাম,বায়িন,মুক্ত,দায়মুক্ত, বাত্তাহ,বাতলাহ ইত্যাদি শব্দাবলি। (শেষ)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১)
কোন মহিলাকে যদি তার স্বামী তালাকের অধিকার দেয়।সে যদি নিজেকে তালাক না দিয়ে স্বামীকে বলে তুই আমার জন্য হারাম,তালাকের নিয়তে বললে তালাক হয়ে যাবে। এবং স্ত্রী যদি নিজেকে তালাক না দিয়ে স্বামীকে বলে আমি তুর জন্য হারাম,এবং এটা তালাকের নিয়তে বলে, তাহলেও তালাক পতিত হবে।

(২)কোন মহিলাকে যদি স্বামী তালাকের অধিকার দেয় সে যদি স্বামীর দিকে ইন্গিত করে বলে অমুক কাজ করলে তালাক, তাহলে ঐ কাজ স্বামী করলে তালাক হয়ে যাবে। কেননা এখানে অর্থ হচ্ছে, তুমি অমুক কাজ করলে আমান উপর তালাক।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...