আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
91 views
in পবিত্রতা (Purity) by (44 points)
reopened by
আসসালামু আলাইকুম

(১) আমি একটি বিষয়ে জানতে চাচ্ছিলাম যে, বাইরে থাকার সময় প্যান্ট টাইট থাকার কারণে যদি দাঁড়িয়ে প্রস্রাব করতে হয়, তাহলে পবিত্রতা অর্জনের বিধান কী?

(২) আমাকে একজন বলেছিল যে বাইরে থাকার সময় যদি প্যান্ট টাইট থাকে এবং বসে প্রস্রাব না করতে পারি তাহলে টিস্যু  দিয়ে লজ্জাস্থান পরিষ্কার করলে পবিত্রতা অর্জন হয়ে যাবে। এ বিষয়ে ইসলাম কি বলে? এবং এভাবে পবিত্রতা অর্জন করা হলে আমার শরীর ও পোশাক উভয়ই পবিত্র হবে নাকি শুধু আমার শরীর পবিত্র হবে?

(৩) হানাফি মাযহাব অনুযায়ী নামাজের সময়সূচি দিলে অনেক উপকৃত হব।

1 Answer

0 votes
by (717,920 points)


ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
https://www.ifatwa.info/5917 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
তাই বলব হাটাহাটি করাটা একটি জরুরত পর্যায়ের বিষয়।পবিত্রতা অর্জন করার একটি সুক্ষ্ম পদ্ধতি।
যা ওয়াজিব বা জরুরী কিছু নয়।তবে ভালভাবে পবিত্রতা অর্জন করা কিন্তু ওয়াজিব। তা যেভাবেই হোক না কেন।(শেষ)

শুধুমাত্র টিস্যু ব্যবহার করে কি পবিত্রতা অর্জন করা যাবে? এ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/2151

https://www.ifatwa.info/12359 নং ফাতাওয়ায় বলেছি যে,
ফতাওয়ায় হিন্দিয়াতে বর্ণিত রয়েছে,
ويكره أن يبول قائما أو مضطجعا أو متجردا عن ثوبه من غير عذر فإن كان بعذر فلا بأس به (الفتاوى الهندية-1/50، رد المحتار-1/31
দাড়িয়ে বা শুয়ে বা সম্পূর্ণ কাপড় খুলে প্রস্রাব করা মাকরুহ। তবে যদি কোনো উযর থাকে, তাহলে জায়েয রয়েছে।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৫০)

ওজরের কারণে দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ। (শেষ)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১)
আপনি ঢিলেঢালা প্যান্ট পড়বেন।হ্যা বিশেষ প্রয়োজনে দাড়িয়ে প্রস্রাব করার রুখসত রয়েছে।

প্যান্ট টাইট থাকা দাড়িয়ে প্রস্রাবের জন্য বিশেষ কোনো কারণ হতে পারে না।

(২)
জ্বী, কাপড় বা শরীরে প্রস্রাবের কোনো ছিটা না পড়লে কাপড় বা শরীরকে পাক পবিত্র হিসেবেই বিবেচনা করা হবে।

(৩)
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ক্যালেন্ডার ক্রয় করে নিবেন বা অনলাইন থেকে ডাউনলোড করে নিবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (717,920 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...