আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ উস্তায। আমার বোনের বিয়ে নিয়ে সন্দেহ থাকায় কিছু প্রশ্ন আছে। আমার বড় বোন বর্তমান অনার্স ৩য় বর্ষে পড়ে। সে যখন দশম শ্রেণিতে পড়ে তখন একজন ছেলের সাথে ৩ মাস হারাম রিলেশন বা প্রেম এর পরে বিয়ে করে তারা।আমার মা বাবা মেনে নিলেও ছেলের মা বাবা মেনে নিতে একটু সমস্যা করে। শেষে তারা মেনে নিয়েছিলো,কিন্তু আমার দুলাভাই নিজের বাসা যেতে চায় না,আমাদের বাসায় ২ বছরের কাছাকাছি ছিলো,আব্বু পর পর ২,৩ জায়গায় কাজ নিয়ে দেয় কিন্তু কোনো না কোনো অজুহাত এ কাজ করে না,বাড়িতেই বসে থাকে।এর উপর রাগ অনেক বেশি,আমার আপুর গায়ে হাত পর্যন্ত উঠায়। ধীরে ধীরে তার সাহস আরো বেড়ে যায়,এবং আব্বুর সামনেও আপু কে অল্প তেই মারে।ছেলের বাড়িতে মেনে নেওয়ার পর আপু সেখানে গিয়ে ৭ দিনের মতো ছিলো কিন্তু আর থাকতে পারেনি।তার শাশুড়ী খুব খারাপ ব্যবহার করে,দুলাভাই ধরে মারে,যার কারণে আপু চলে এসেছে।বলে রাখা ভালো যে আপুর শাশুড়ী যাদুবিশ্বাস করতো এবং কবিরাজের কাছেও যেতো।আপু ভলে আসার পর ৪,৫মাস পর এভাবেই একদিন রাতে ঝগড়া করে আপুকে মারার পর বাড়ি থেকে বেড়িয়ে যায়,আর আসেনা। পরে আরো ৫,৬ মাস পর আমরা ডিভোর্স এর পেপার পাঠাই এবং আপুর ডিভোর্স হয়ে যায়। এরপর ২ বছর কেটে গেলো,আপু একটা ব্যাংক এ চাকরি করতো। এর মধ্যেই আমার বাবা বিয়ের জন্য ছেলে খুজে, কোথাও কথা বার্তা হায় আবার কোথাও পছন্দ হয় না। এভাবেই একবার বিয়ে ঠিকঠাক হলো এক জায়গায়, কিন্তু যেদিন বিয়ে হবে সেদিন বরযাত্রী আসার পর জানতে পারি ছেলেটার ১টা বাচ্চা আছে,আর আগের স্ত্রীর সাথে ডিভোর্স হয়েছে কি না তার ও প্রমাণ নেই।তাই বরযাত্রী ফিরে গেলো। এর বছর পর আবার কয়েক দিন আগে এক জায়গায় বিয়ে ঠিক হয়, কিন্তু বিয়ের দিন জানতে পারি ছেলে টা জুয়া খেলে,আরো অনেক সমস্যা। এই বিয়ে টা ও ভেঙে গেলো। এখন আমাদের সন্দেহ হয়, যে আপুর আগের শাশুড়ী যাদু করে বিয়ে আটকে রেখেছে কি না? আমার প্রশ্ন হলো, আমরা কিভাবে বুঝতে পারবো কোনো যাদু করা হয়েছে কি না? আর যদি হয়ে থাকে তাহলে রুকাইয়া কিভাবে করবো,সহিহ আকিদার মোল্লা আমাদের এদিকে তেমন নেই। আসলেই যাদু করে বিয়ে বন্ধ করা হয়েছে কি না এটা কিভাবে জানতে পারবো,এবং রুকাইয়ার জন্য কার সরনাপন্ন হতে পারি?