আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
98 views
in ব্যবসা ও চাকুরী (Business & Job) by (12 points)
আসসালামুআলাইকুম,  আমি একটি ইন্সটাগ্রাম account চালাই,  যেখানে বাইসাইকেল রিলেটেড ছবি/ ভিডিও আপ্লোড করি। আমি কোনো হারাম কিছু আপ্লোড দেই না। আমার মূল উদ্দেশ্য হলো অ্যাকাউন্টটা বড় করার পর হালাল স্পন্সর এর মাধ্যমে টাকা আয় করা। কিন্তু একাউন্ট এর ফলোয়ার বাড়ানোর জন্য আমাকে দৈনিক প্রায় ৪০-৫০ টা একাউন্ট ফলো করতে হয় মার্কেটিং কৌশল হিসেবে। আমি এমন কোনো একাউন্ট ফলো করি না যেখানে নারীদের ছবি আপ্লোড দেয়া হয়।  এমন একাউন্ট ফলো করি যেখানে শুধু পুরুষদের ছবি থাকে,  কিন্তু অনেক একাউন্ট এ তারা শর্ট প্যান্ট পরে থাকে, ফলে তাদের হাটু দেখা যায়। তো সেক্ষেত্রে কি আমার গুনাহ হবে? বা ইনকাম হালাল হবে?

1 Answer

0 votes
by (684,760 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم


https://ifatwa.info/9544/ ফতোয়াতে উল্লেখ রয়েছেঃ  
বিশুদ্ধ মত অনুযায়ী  কোন পুরুষের জন্য অন্য কোন পুরুষের সতর তার নাভি থেকে হাঁটু পর্যন্ত এবং কোন মহিলার জন্য অন্য কোন মহিলার সতর হাত, পা, ঘাড় ও মাথা ছাড়া তার বাকি অংশটুকু তথা গলা বা ঘাড় থেকে হাঁটু পর্যন্ত। অনুরূপভাবে কোন পুরুষের জন্য অন্য কোন বেগানা মহিলার পুরো শরীরটিই সতর। তবে কোন পুরুষের জন্য তার কোন মাহরাম (যাকে চিরতরে বিবাহ্ করা তার জন্য হারাম) মহিলার সতর ততটুকুই যতটুকু কোন মহিলার জন্য অন্য কোন মহিলার সতর।

আবূ সা’ঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন:

لَا يَنْظُرُ الرَّجُلُ إِلَى عَوْرَةِ الرَّجُلِ، وَلَا الـْمَرْأَةُ إِلَى عَوْرَةِ الْمَرْأَةِ، وَلَا يُفْضِيْ الرَّجُلُ إِلَى الرَّجُلِ فِيْ ثَوْبٍ وَاحِدٍ، وَلَا تُفْضِيْ الـْمَرْأَةُ إِلَى الْمَرْأَةِ فِيْ الثَّوْبِ الْوَاحِدِ.

‘‘কোন পুরুষ অন্য কোন পুরুষের সতরের দিকে একেবারেই তাকাবে না এবং কোন মহিলা অন্য কোন মহিলার সতরের দিকে একেবারেই তাকাবে না। তেমনিভাবে কোন পুরুষ অন্য কোন পুরুষের সাথে একই কাপড়ের নিচে অবস্থান করবে না এবং কোন মহিলা অন্য কোন মহিলার সাথে একই কাপড়ের নিচে অবস্থান করবে না’’। (মুসলিম ৩৩৮)

★পুরুষের সতর হল নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত। 

হযরত আমর ইবনে শুআইব রাহ. তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো পুরুষ অপর পুরুষের সতরের দিকে তাকাবে না। পুরুষের সতর হল নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত। 
(সুনানে কুবরা, বায়হাকী, হাদীস : ৩২৩৫; সুনানে আবু দাউদ, হাদীস : ৪৯৭; সুনানে দারা কুতনী ১/৩২০)


প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই, 
প্রশ্নের বিবরণ অনুপাতে পুরুষদের হাটু (সতর) দেখার দরুন আপনার কবিরা গুনাহ হবে।

এই একাউন্ট ফলো করার মাধ্যমেই যদি আপনার ইনকাম হয়,তাহলে সেই ইনকামকে সম্পূর্ণভাবে হারাম বলা যাবেনা।
কেননা এখানে তো অনেকের হাটু দেখা যায়না,কয়েকজনের শুধু হাটু দেখা যায়।
,
সুতরাং উক্ত ইনকামে হারামের কিছু মিশ্রণ রয়েছে।

আর যদি এই একাউন্ট ফলো করা স্রেফ আপনার একাউন্টের কোনো কাজের সহযোগিতামূলক হয়ে থাকে,আপনার মূলত ইনকাম কোনো বৈধ কাজের দরুন হয়,সেক্ষেত্রে আপনার ইনকাম সম্পূর্ণভাবে হালাল।

হাটু দেখার ফলে শুধুমাত্র সতর দেখার গুনাহ হবে,ইনকাম হালালই থাকবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 109 views
0 votes
1 answer 121 views
...