ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
রিজাল অর্থ হাদীসের রাবীগণ (যাদের হাত ধরে ধারাবাহিক পর্যায়ে রাসূলুল্লাহ সাঃ থেকে হাদীসের কিতাব লিখকদের পর্যন্ত হাদীস পৌছেছে।অর্থাৎ রাসূলুল্লাহ এর পর সাহাবাগগণ থেকে ইমামগণ পর্যন্ত হাদীস পৌছতে মধ্যখানে যে সমস্ত লোকজন ছিলেন, তারাই হাদীসের রাবী।
আসমাউর রিজাল অর্থ হাদীসের রাবীদের পূর্ণ জীবনী।
জরাহ- অর্থ হাদীসের কোনো রাবী সম্পর্কে নেতিবাচক কিছু।
আহনাফ অর্থ হানাফি মাযহাবের ফুকাহাগণ।
(২)
যদি তাতে কুরআনের আয়াত সামান্য থাকে, এবং ভিন্ন আলোচনা বেশী থাকে, তাহলে সেই কিতাবকে এমতাবস্থায় স্পর্শ করা গেলেও আয়াতের স্থানে হাত লাগানো যাবে না। বিনা অজুতে স্পর্শ না করাই উত্তম।
(৩)
অমুসলিম পিতার সামনে মুসলিম কন্যার পর্দা করা নন মাহরামের মত জরুরী নয়।