বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
তাহিয়্যাতুল অজুর দুই রাকাত নামায হল নফল বা মুস্তাহাব।
https://www.ifatwa.info/8219 নং ফাতাওয়ায় বলেছি যে,
তাহিয়্যাতুল ওজুঃ-
আদ্দুর্রুল মুখতার(২/২২) গ্রন্থে বর্ণিত রয়েছে,
في الدرالمختار ،ج:٢ ص:٢٢
(وَنُدِبَ رَكْعَتَانِ بَعْدَ الْوُضُوءِ) يَعْنِي قَبْلَ الْجَفَافِ كَمَا فِي الشُّرُنْبُلَالِيَّة عَنْ الْمَوَاهِبِ
ওজুর পর ওজুর পনি শুকানোর পূর্বে দুই রা'কাত নামায পড়া মুস্তাহাব।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
তাহিয়্যাতুল অজু এবং সুন্নত একাধিক নিয়তে নামায পড়ার কোনো নিয়ম নাই। বরং আপনি তাহিয়্যাতুল অজুর নিয়তে পৃথক দু'রাকাত এবং সুন্নতের নিয়তে পৃথক দু'রাকাত বা চার রা'কাত পড়বেন।
আপনার বিবরণমতে
আপনি নামায ভঙ্গ করার পর পৃথকভাবে দু'রাকাত তাহিয়্যাতুল অজু পড়ে নিবেন।তারপর সুন্নত পড়ে নিবেন।এভাবে পড়ে নিলে নামায বিশুদ্ধ হবে। নতুবা বিশুদ্ধ হবে না।
হ্যা, অজু করার পর কেউ সুন্নত পড়ে নিলে, তখন আর নতুন করে তাহিয়্যাতুল অজু পড়তে হয়না কেননা তখন ঐ সুন্নত তাহিয়্যাতুল অজুর স্থলাভিষিক্ত হয়ে যায়।