আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+2 votes
53 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (27 points)
reshown by
আসসালামু আলাইকুম। হুজুর কয়েকমাস আগে আমি এক সমস্যার কারনে এক মুফতি সাহেবের গেছিলাম। মুফতি সাহেব আমার ওয়াসওয়াসার সমস্যার কারনে     একটা কাপড়ে  আরবি শব্দের মত কি যেন লিখে দিয়েছিল। আর বলেছিল যে এই কাপড় টা সারা শরিরে মাখবেন  এবং কাপড়টা বুকের উপর রেখে ঘুমাবেন। আমি তখন মনে করেছিলাম  ওয়াসার জন্য মানুষ দোয়া পরে কিন্তু এখানে বুকে নিয়ে ঘুমানোর কথা বলতেছে বা শরিরে মাখার কথা বলতেছে।      আমি তখন সম্ভবত দুই   একবার   কাপড়টা শরিরে মেখে আর ব্যবহার করিনি। হুজুর এটা কি শিরক। এর কারনে কি ঈমানের  কোন সমস্যা হবে। বিবাহের কোন সমস্যা হবে? (হুজুর আমি আগে থেকেই জানতাম যে তাবিজ ব্যাবহার করা শিরক। কিন্তু এটা এভাবে শরিরে মাখা শিরক নাকি জান্তাম না কিন্তু আমার পছন্দ ছিল না তবুও সম্ভবত দুই একবার মেখে ছিলাম)

২.হুজুর আমি প্রায় কয়েকমাস আগে অনলাইনে একটি কুরআন শরীফ কিনি। তো কুরআন শরীফ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসে। কুরআন শরীফ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসার পরও আমি অলসতার কারনে কুরিয়ারসার্ভিস থেকে নিয়ে আসতে দেরি করি।তখন যাার       কা ছে   থেকে  আমি  কুরআন শরীফ কিনি সে বলে যে     আপনি কুরআন শরীফ টি নিয়ে আসেন কারন শরিফ এভাবে কুরিয়ার সার্ভিসে ফেলে রাখা তো ঠিক না।  আমি কয়ে ক দিন পর কুরআন শরীফ টি কুরিয়ার সার্ভিসে থেকে নিয়ে আসি। কুরিয়ার সার্ভিসে যেয়ে দেখি অনান্য জিনিসপত্র যেভাবে মাটিতে রাখে। কুরআন শরীফও একসাথে মাটিতে রাখা আছে।  এটা কি কুরআন শরিফের অবমাননা। এর কারনে কি আমার ঈমানের সমস্যা হবে। এটা কি কুফরি। হুজুর আজকে একটি ভিডিওতে দেখলাম যে কুরআন শরীফ এভাাবে ফেলেে রাখা বা গুরুত্ব না দেয়া কুুুফরি। কুুুর আন  শরিফকে এভাবে গুরুত্ব না দেয়া বা অলসতার কারনে কুরিয়ার সার্ভিস থেকে  দেরিতে নিয়ে আসার কারনে আমার কি কোন গুনাহ হবে? আমার ঈমানের কোন সমস্যা হবে?   আমার বিবাহের কোন সমস্যা হব?         আর কুরআন শরীফ নিয়ে আসার সময় আমার অজু ছিলনাকি আমার মনে নেই। যদিও কুরআন শরীফের উপর কাগজ ছিল কিন্তু আমি কাগজ খুলে ছিলাম নাকি মনে নেই।

৩.হুজুর কেউ যদি অজু ছাড়া কুরআন শরীফ ধরে তাহলে কি তার গুনাহ হবে। তার ঈমানের কোন সমস্যা হবে? তার বিবাহের  কোন সমস্যা  হবে?

1 Answer

0 votes
by (721,400 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আল্লাহ সবকিছুর খালিক ও মালিক,জগতের সব কিছু উনার হুকুমেই সংগঠিত হয়,তাবিজ বা ঔষধের অদ্য কোনো ক্ষমতা নেই।এমন আক্বিদা পোষণ করে জায়েয ও বৈধ কালামের মাধ্যমে চিকিৎসা হিসেবে ঝাড়-ফুক ও তাবিজ ব্যবহার বৈধ আছে।তবে গর্ভবর্তী মহিলার জন্য তাবিজ ব্যবহার জরুরী বা উত্তম বলে ইসলামী শরীয়তে কোনো কিছু নেই।তাবিজকে বিভিন্ন টিকামূলক ইনজেকশনের মত মনে করতে পারেন।যা দেওয়া বা না দেওয়া সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়।যেমন নিম্নোক্ত হাদীসে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাযি নিজ নাবালিগ সন্তাদিকে তাবিজ লঠকিয়ে দিতেন বলে প্রমাণ পাওয়া যায়-এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/226

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
উক্ত তাবিজ বা শরীরে যে কাপড় বুলিয়ে দেয়া হবে, সেই কাপড়ে যদি কুরআর সুন্নাহ বিরোধী বা শিরকি কিছু লিখা থাকে, তাহলে অবশ্যই গোনাহ হবে।এরজন্য অবশ্যই তাওবাহ করতে হবে। নতুবা কোনো গোনাহ হবে না।

(২) কুরিয়ার সার্ভিসে কুরআন নিয়ে আসা এবং নিয়ে এসে দেড়ীতে রিসিভ করা কোনোটাই কাম্য নয়। উচিৎ হয়নি। তবে এরজন্য আপনার আপাতত গোনাহ হচ্ছে না।হ্যা, আপনাকে ভবিষ্যতে সতর্ক থাকতে হবে।

(৩) অজু ব্যতিত কুরআন স্পর্শ করা গোনাহ।তবে ঈমান চলে যাবে না।বিবাহে কোনো সমস্যা হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 96 views
...