ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
وَإِذَا كَتَبَ الطَّلَاقَ وَاسْتَثْنَى بِلِسَانِهِ أَوْ طَلَّقَ بِلِسَانِهِ وَاسْتَثْنَى بِالْكِتَابَةِ هَلْ يَصِحُّ لَا رِوَايَةَ لِهَذِهِ الْمَسْأَلَةِ وَيَنْبَغِي أَنْ يَصِحَّ كَذَا فِي الظَّهِيرِيَّةِ.
যদি কেউ তালাক লিখে, এবং নিজ জবান দ্বারা ইস্তেছনা বা ইনশা'আল্লাহ বলে,অথবা নিজ জবান দ্বারা তালাক লিখে, এবং ইস্তেছনা বা ইনশা'আল্লাহ লিখে, তাহলে এই ইনশা'আল্লাহ কি বিশুদ্ধ হবে? এই মাস'আলার বাহ্যিক কোনো দলীল না পাওয়া গেলেও মনে হচ্ছে যে, এই ইস্তেছনা বিশুদ্ধ হবে।
(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৩৭৯)
ইস্তেছনা বিশুদ্ধ হলে তালাক হয়না। সুতরাং তালাক হবে না।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
মেসেজে ঝগড়াঝাটির মুহূর্তে স্বামীর নিয়ত বা উদ্দেশ্য ছিলো যে, সে বলবে "সরাসরি তালাক দিবো" তবে মিস্টেক হয়ে মেসেজটা পুরোপুরি লিখা না হয়ে বরং "সরাসরি তালাক" চলে যায়। অর্থাৎ "সরাসরি তালাক" লিখার পর ঐ অংশটুকু সেন্ড হয়ে যায়।
যেহেতু স্বামীর নিয়তে 'দিবো ' ভবিষ্যত বাচক শব্দটা ছিল, তাই এই লিখার দ্বারা তালাক হবে না।