আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
143 views
in সালাত(Prayer) by (13 points)
closed by
জানাযার নামাজ পরার সময় অনেকে জুতা খুলে মাটির উপর দাঁড়ায়.....
আবার অনেকে জুতা খুলে জুতার উপরই দাঁড়িয়ে নামাজ পরে.....
(১)জুতা কেন খোলা হয়?
(২)এক্ষেত্রে সঠিক নিয়ম কি (জুতা খুলে জুতার উপর দাড়ানো নাকি মাটির উপর দাঁড়ানো) ?
(৩)মাটিতে যদি ধুলা থাকে তাহলে তার উপর দাঁড়িয়ে নামাজ পরা যাবে কিনা?
(৪)জানাযার নামাজে দ্বিতীয় তাকবিরের পর অন্যান্য নামাজের মধ্যে যে দরূদ পড়া হয় ঐটা পড়লে নামাজ হবে কিনা?কোন দরূদ পড়া উত্তম হবে?
closed

1 Answer

+1 vote
by (712,400 points)
selected by
 
Best answer
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
ولو افترش نعليه وقام عليهما جاز فلا يضر نجاسة ما تحتهما لكن لا بد من طهارة نعليه مما يلى الرجل لا مما يلى الأرض
যদি জুতার নিচে নাপাক থাকা অবস্থায় জুতা খুলে জুতার উপরে পা দিয়ে নামায পড়ে, তাহলে যেখানে পা রাখছে, জুতার সেই অংশে নাপাক না থাকলে নামায হয়ে যাবে। যদিও জুতার নিচে নাপাক রয়েছে।
কিন্তু যদি উপরেও নাপাক থাকে, তাহলে জুতা খুলে উপরে পা দিয়ে নামায পড়লেও হবে না।(হাশিয়ায়ে তাহতাওয়ী-৫৮২)

ولو خلع نعليه وقام عليها جاز سواء كان ما يلى الأرض منه نجسا أو طاهرا إذا كان ما يلى القدم طاهرا 
যদি কেউ জুতাকে খুলে নিয়ে তার উপর দাড়ায়, জুতার নিচে নাপাকি থাকুক বা না থাকুক,নামায হয়ে যাবে।তবে জুতার উপরের অংশ যেখানের পা রাখা হবে,সেই জায়গা পবিত্র না থাকলে উক্ত জুতার উপর দাড়িয়ে নামায পড়া যাবে না।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/১১৯)


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
(১) জুতা অপবিত্র থাকলে জুতাকে খুলতে হয়।নতুবা জুতা খুলার কোনো প্রয়োজনিয়তা নাই।

(২) জুতা পবিত্র কি না? সেটা যেহেতু অনেক সময় সন্দেহমুলক থাকে, তাই জুতা খুলে পবিত্র স্থানে মাঠিতে দাড়ানো উচিৎ।

(৩)মাটিতে যদি ধুলা থাকে তাহলে তার উপর দাঁড়িয়ে নামাজ পরা যাবে। 

(৪)
জ্বী, নামাযের দুরুদ যাকে দুরুদে ইবরাহিমী বলা হয়, সেই দুরুদই পড়তে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...