জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
(০১)
ইসলামী শরীয়তে বিবাহ শুদ্ধ হবার জন্য কয়েকটি শর্ত রয়েছে। যথা-
১
বর ও কনেকে কিংবা তাদের প্রতিনিধিকে ইজাব তথা প্রস্তাবনা ও কবুল বলতে হয়।
২
উক্ত ইজাব ও কবুলটি বলতে হয় দুইজন প্রাপ্ত বয়স্ক মসলিম পুরুষ বা একজন পুরুষ ও দুইজন মহিলার সামনে।
قوله صلى الله عليه وسلم : ( لا نكاح إلا بولي وشاهدي عدل ) رواه البيهقي من حديث عمران وعائشة ، وصححه الألباني في صحيح الجامع (7557)
বিয়ের আকদের সময় সাক্ষী রাখতে হবে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “অভিভাবক ও দুইজন সাক্ষী ছাড়া কোন বিবাহ নেই।” [তাবারানী কর্তৃক সংকলিত, সহীহ জামে (৭৫৫৮)]।
৩
ইজাব ও কবুলটি উভয় সাক্ষ্যি স্বকর্ণে শুনতে হবে।
উক্ত তিনটির কোন একটি শর্ত না পাওয়া গেলে ইসলামী শরীয়তে বিবাহ শুদ্ধ হয় না।
উপরোক্ত তিনটি শর্ত পাওয়া গেলে বিবাহ হবে,অন্যথায় বিবাহ হবেনা।
,
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
বিবাহ সহীহ হওয়ার জন্য শর্ত হল দু’জন আযাদ প্রাপ্ত বয়স্ক বিবেকবান দুই জন মুসলিম স্বাক্ষের সামনে পাত্র/পাত্রি প্রস্তাব দিবে আর অপরপক্ষে পাত্র/পাত্রি তা কবুল করবে। আর সাক্ষিগণ উভয়ের কথা সুষ্পষ্টভাবে শুনবে।
প্রশ্নে উল্লেখিত ছুরতে শরয়ী এ শর্তাবলী পাওয়া যায়নি।
তাই সেই পোস্টে যদি লাইক বা কমেন্ট থাকে এবং সে জানলেও কিছু হবেনা।
এখন যে ঐ মেয়ের অন্য ছেলের সাথে বিবাহ হয়েছে এতে কোনো সমস্যা হবেনা। তার বৈবাহিক জীবন শুদ্ধ।
আরো জানুনঃ-
(০২)
এতে আপনার বৈবাহিক জীবনে কোন সমস্যা হবেনা।
(০৩)
আপনার যে এখন অন্য ছেলের সাথে বিবাহ হয়েছে,এতে কোনো সমস্যা হবেনা।
আপনার বৈবাহিক জীবনে কোন সমস্যা হবেনা।
(০৪)
যেহেতু সামনাসামনি কোন ইজাব কবুল কিছু হয়নি।
তাই এতে কোনো সমস্যা হবেনা।
আপনার বৈবাহিক জীবনে কোন সমস্যা হবেনা।
(০৫)
এগুলো বলার দ্বারা ইজাব কবুল হয় না।