ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
মা এবং বড় বোনের গার্জিয়ান যে হবে,সেই দাইয়্যুস হিসেবে সাব্যস্ত হবে।যদি পিতা জীবিত থাকেন,বা বড় ভাই জীবিত থাকেন,তাহলে অভিভাবকত্বের দায়িত্ব তাদের।তাই তারা দাইয়্যুস হিসেবে পরিগণিত হবেন।যদি তারা না থাকেন,তাহলে ছোট্ট ভাই তাদের অভিভাবক হবে।এবং সে দাইয়্যুস হিসেবে পরিগণিত হবে।
দাইয়ুস সে ব্যক্তিকেই বলা হয়, যে তার পরিবার পরিজনকে সঠিক রাস্তায় পরিচালনা করেন না।
অর্থাৎ-
যে ব্যক্তি তার স্ত্রী-সন্তানদের বেপর্দা বেহায়াপনা ও অশ্লীলতার সুযোগ দেয় তাকেও দাইউস বলা হয়।
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন যে, “আল্লাহ তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম করেছেন। মাদকাসক্ত, পিতা-মাতার অবাধ্য এবং দাইউস, যে তার পরিবারের মধ্যে ব্যভিচারকে প্রশ্রয় দেয়”[ মুসনাদে আহমাদ: ২/৬৯ ]
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু আপনার বাবা জীবিত রয়েছেন, তাই আপনার পরিবারের দায়িত্ব আপনার বাবার। আপনার বাবা যদি ঘরে পর্দার ব্যাপারে কিছু না বলেন, তাহলে আপনার বাবার উপর এর দায়ভার যাবে। আপনার বাবার বৃদ্ধ হলে বা পরিবারে তেমন মূল্যায়ন না থাকলে, যদি আপনার দ্বারা পরিবারে পর্দার প্রথা নিয়ে আসা সম্ভবপর হয়, এবং তখন আপনি চুপ থাকেন, তাহলে এর দায়ভার আপনার উপরও বর্তাবে।
(২)
জিয়া অর্থ আলো।সুতরাং আপনি নিজের নাম জিয়াউর রহমান রেখে দিবেন।
শেজান অর্থ সুন্দর,সফল, বিজয়ী।
জিতুল শব্দের কি অর্থ তা খুজে পাইনি।তবে শব্দটি শ্রুতিকঠোর,অর্থাৎ শুনতে যেন কেমন কেমন লাগছে।