শাইখ, আমার দুটি প্রশ্ন ছিল–
১/বর্তমানে ইউটিউব এ অশ্লীল এডস আসে। এজন্য কয়েকজন মিলে এপটা মডিফাই করে প্রিমিয়াম করছে, যার মাধ্যমে অনেক এডস আসে না, কিছু এডস আসে এবং কিছু বিশেষ ফিচার যুক্ত হয়েছে এইটা আমি ব্যবহার করছি, শাইখ এইটা জায়েজ হইতেছে?
২/শাইখ, কোন দেশে যাওয়া বেশি ভালো হতে পারে?
সৌদী আরব/আফগানিস্তান ?
সৌদি আরব এ যেতে হলে দেশ থেকে বৈধ ভাবে যেতে হবে। সৌদীতে সুবিধা ছিল আমি হজ্জ/ওমরা করতে পারবো। কিন্তু ওই দেশে গিয়ে বিয়ে করতে পারবো না এবং সৌদীর নাগরিক হতে পারবো না।
আফগানিস্তান এ যেতে হলে আমাকে প্রথমে ভারত এরপর পাকিস্তান পার হয়ে আফগানিস্তান আসতে হবে , কিন্তু আমাদের দেশের সরকারের দৃষ্টিতে অবৈধ হয়ে যেতে হবে। কিন্তু ওই দেশে আমি আফগানের নাগরিক হতে পারবো, কম খরচে হজ্জ/ওমরায় যেতে পারবো, এবং ওই দেশে গিয়ে বিয়ে করতে পারবো।
বর্তমানে আফগানিস্তানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা রয়েছে এবং সৌদী আরবেও আংশিক আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা রয়েছে। আফগানিস্তান এবং সৌদী আরব অনেক ফিতনা-ফাসাদমুক্ত আছে। এবং সেখানে আল্লাহর দ্বীন ভালোভাবে পালন করা যাবে। তাই চাইছিলাম এই দুইটার মধ্যে যেকোনো একটা দেশে চলে যেতে যেন দ্বীন অনুযায়ী হালাল ভাবে জীবন-জীবিকা করতে পারি।
এই দুটি দেশের মধ্যে কোন দেশে যাওয়া ঠিক হবে???