আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
151 views
in সাওম (Fasting) by (10 points)
edited by
আসসালামুআলাইকুম।

আমি আজকে শনিবার আমার একটা ফরজ কাযা রোজা রেখেছিলাম। আমি জানতাম শুধু শুক্রবার রোজা রাখা যায় না ফরজকৃত রোজা ছাড়া। কিন্তু  শুধু শনিবারও যে রোজা রাখা যায় না তা জানতাম না।

এখন আমার আজকের এই কাজা রোজাটা কি আদায় হবে না?
আমি কি আবার এই কাযা ফরজ রোজাটি রাখবো?

1 Answer

0 votes
by (684,760 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم


হাদীস শরীফে এসেছেঃ- 

قال يزيد الصماء – أن النبى -صلى الله عليه وسلم- قال « لا تصوموا يوم السبت إلا فيما افترض عليكم وإن لم يجد أحدكم إلا لحاء عنبة أو عود شجرة فليمضغه

ইয়াজিদ সাম্মা রাঃ বলেনঃ রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ তোমরা শনিবার দিন রোযা রেখো না আবশ্যকীয় রোযা ছাড়া। যদি তোমাদের কেউ কোন কিছু না পায় আঙ্গুরের বাকল বা গাছের কাঠ ছাড়া। তাহলে সে যেন এটাই চুষে নেয়। 
{সুনানে আবু দাউদ, হাদীস নং-২৪২৩, সুনানে দারেমী, হাদীস নং-১৭৪৯, সুনানে নাসায়ী কুবরা, হাদীস নং-২৭৬২, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৩৬১৫, সহীহ ইবনে খুজাইমা, হাদীস নং-২১৬৩, মুসনাদে আহমাদ, হাদীস নং-১৭৬৮৬, মুসনাদুশ শামীন, হাদীস নং-৪৩৪}

★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
শুধু শনিবার বা শুধু শুক্রবার নফল রোযা রাখা মাকরুহে তানযিহি তথা অনুত্তম।
তবে এটি হারাম বা মাকরুহে তাহরিমি নয়।

★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি যেহেতু ফরজ কাজা রোযা আদায় করেছেন,সুতরাং এতে কোনো সমস্যা হবেনা।

আপনার কাজা রোজাটি আদায় হয়েছে।
পুনরায় এই কাজা রোযা আদায় করতে হবেনা।

বিস্তারিত জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 246 views
...