আসসালামু আলাইকুম ।
গতবছর আমার কাছে নিসাব পরিমাণ টাকা থাকায় আমি গত বছর রমজানে যাকাত আদায় করি। তখন আমার কাছে কোনো পরিমাণ স্বর্ণ ছিল না। এবছর ফেব্রুয়ারি মাসে আমার বিয়ে হয় এবং এখন আমার কাছে মোটামুটি পাঁচ ভরির মতো স্বর্ণ আছে। এবং নিসাব পরিমাণ টাকাও আছে। এবছর কি আমাকে টাকার পাশাপাশি স্বর্ণের ওপর ও যাকাত দিতে হবে?