আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
85 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (23 points)
আসসালামু আলাইকুম।
১)অনেকে পাত্রী দেখতে এসে হাদিয়া হিসেবে কিছু টাকা দিয়ে যান অই টাকা থেকে কি খাওয়া যাবে?  যদি না ইনকাম সোর্স জানা না থাকে যে হালাল হারাম কিনা?

২) নাপাকি সন্দেহের কাপড় বা নাপাক কাপড় যদি ট্যাপ ছেড়ে কিছুক্ষন খুচে খলানো হয় এরপর চিপে নেয়া হয় তারপর ও কি তিনবার ধোয়া বাধ্যতামুলক?

৩) রোজা রেখে কেও অনিচ্ছাকৃত কিছু দেখে ফেললে স্ক্রিনে এবং ইন্সটেন্ট উত্তেজনা ফিল হলে এবং পিচ্ছিল পদার্থ বের হলে কি রোজা ভেংগে যাবে?বা বিষয়টি ইচ্ছাকৃত হলেও শুধু পিচ্ছিল পদার্থ আর উত্তেজনা আসলে কি রোজা ভাংগে?

1 Answer

0 votes
by (687,000 points)
edited by
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


(০১)
প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!  
https://ifatwa.info/4838/ ফতোয়াতে উল্লেখ করা হয়েছে যে, 

শরীয়তের বিধান হলো  বিবাহের পূর্বে পাত্রী দেখার সময় পাত্র পাত্রীকে বা পাত্রী পাত্রিকে হাদীয়া দেওয়া জায়েয আছে।
(কিতাবুন নাওয়াজেল ৮/২৮)

হাদীস শরীফে এসেছেঃ  

حَدَّثَنَا أَزْهَرُ بْنُ مَرْوَانَ الْبَصْرِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَوَاءٍ، حَدَّثَنَا أَبُو مَعْشَرٍ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " تَهَادَوْا فَإِنَّ الْهَدِيَّةَ تُذْهِبُ وَحَرَ الصَّدْرِ وَلاَ تَحْقِرَنَّ جَارَةٌ لِجَارَتِهَا وَلَوْ شِقَّ فِرْسِنِ شَاةٍ "

আবূ হুরাইরাহ (রাযিঃ) হতে বর্ণিত আছে, নাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমরা একজন অন্যজনকে উপহার দাও। উপহার মনের ময়লা দূর করে। এক প্রতিবেশিনী অপর প্রতিবেশিনীকে বকরীর পায়ের এক টুকরা ক্ষুর হলেও তা উপহার দিতে যেন অবহেলা না করে।
(তিরিমিজি ২১৩০)

وفي المحیط: الرشوۃ علی أنواع: نوع منہا أن یہدي الرجل إلی رجل مالاً لابتغاء التودد والتحبب، وہٰذا حلال من جانب المہدي والمہدیٰ إلیہ، قلت: وفي الباب قولہ علیہ السلام: ’’تہادوا تحابوا‘‘۔ (رواہ البخاري في الأدب المفرد، والنسائي في الکنی وأبو یعلی في مسندہ) (تفسیر مظہري ۳؍۱۴۵ زکریا)
ঘুষ এর অনেক প্রকার আছে।
তার মধ্যে একটি হলো একজন ব্যাক্তি অপর ব্যাক্তির কাছে মুহাব্বত এর জন্য সম্পদ/মাল দিবে।
এটি উভয়ের পক্ষ থেকেই জায়েজ আছে।

قلت: ومن ذٰلک ما یبعثہ إلیہا قبل الزفاف في الأعیاد والمواسم من نحو ثیاب وحلي۔ (شامي ۳؍۱۵۳ کراچی) 
যার সারমর্ম হলো কনেকে দেখার পর উঠে দেওয়ার আগে হাদিয়া দেওয়া জায়েয আছে। 
,
★★সুতরাং প্রশ্নে উল্লেখিত টাকা হাদিয়া।
এটি গ্রহন করা ও খাওয়া জায়েয আছে।       
এক্ষেত্রে পাত্রের ইনকাম হারাম জানলে সেটি খাওয়া যাবেনা।
গরিব মিসকিনকে দান করতে হবে।

শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে পাত্রের ইনকামকে হারাম বলার সুযোগ নেই।

(০২)
ট্যাপ চালু করে ট্যাপের পানিতে সরাসরি ভালোভাবে কচলিয়ে ধোয়া হলে, এক্ষেত্রে নাপাকি চলে যাওয়ার ব্যাপারে নিশ্চিত হলে এক বার ধোয়াই যথেষ্ট। 

(০৩)
প্রশ্নের বিবরন মতে রোযা ভেঙ্গে যাবেনা। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...