আমি আর আমার স্বামী শেয়ার এ কাজ করছি অনলাইন এর পেজ এ।আমাদের ওয়েবসাইটও আছে, যেমন দারাজ, আলিএক্সপ্রেস এমন,ওয়ার্ল্ডওয়াইড পেইজ।যেত থেকে যে কেউ যেকোনো জিনিস কিনতে পারবে।
আর এটা হলো ভেন্ডর রা তাদের নিজদের পণ্য এখানে আপলোড দিয়ে সেল করে। এখন এসব প্রোডাক্টের মধ্যে মেয়েদের,বাচ্চাদের পোশাক পরাই ছবি থাকে।ওদের এগুলা আলাদা ছবি দিয়ে দেয়া হয়না। এখন এভাবে ছবি দেয়া
হারাম জানি।এভাবে ছবি দিয়ে আমরা বিক্রি করাও কি আমাদের জন্য হালাল হবে? এখন এটা চলছে,কিন্তু আমার হাসব্যান্ড কে বুজতে পারছিনা। বললে বলে এটা এখন চলতাছে আর এভাবে না চললে এটা ইন্টারন্যাশনাল সেল হবেনা। কিন্তু এই ব্যাবসার সাথে আমি আছি।
এখন এটা আমি কিভাবে কন্টিনিউ করবো? ব্র্যান্ডগুলো এগুলা ছাড়া করবেনা,কিন্তু যা হারাম আমি জানি,আল্লাহর নির্দেশ,আমি কিভাবে হালাল ভেবে এই ইনকাম টা নিবো। আমি আমার স্বামীকে কিভাবে বুঝাবো? আমাকে বলেছে কাউকে জিজ্ঞাসা করতে,আর ইসলামিক জিনিস এবং অন্য জিনিস থাকবে,কিন্তু মেয়েদের ড্রেস পরা ছবি, ছেলেদের ড্রেস পরা ছবি নিয়ে আমার অনেক বেশি আপত্তিকর লাগছে। আমাকে সমাধান দিন আর আল্লাহ যেন আমার পথ সহজ করে দেয় আমার স্বামীকে ভুঝানোর জন্য,দোয়া করবেন যেন দ্বীনের পথে আসে।