আসসালামু 'আলাইকুম,
আমার বেশ কয়েকমাস ধরে কিছু সমস্যা হচ্ছে।
প্রথমত,
আমি কথা বলতে গেলে অনেক দ্বিধাদ্বন্দে ভুগি যে এইটা বলা ঠিক হবে নাকি, এইভাবে বললে সমস্যা হবে নাকি, আবার আমার কথায় কষ্ট পেলে গুনাহ হবে নাকি এইসব কারণে ঠিকমতো কথা বলতে পারিনা।
দ্বিতীয়ত,
ইসলামিক কোনো বিষয়ে কিছু বলতে পারিনা।সাহসে আসেনা।মনে হয় আমি যা বলছি সেটা কি হবে? যদি আরও অন্য কিছু বলা থাকে হাদিসে বা কুরআনে এমন সমস্যায় আছি।এর সাথে আরেকটা প্রশ্ন করতে চাই, আমি কুরআন-হাদিসের কোনো আয়াত, কথা উল্লেখ করলাম কিন্তু অনুবাদে ঠিক যেভাবে বলা আছে ওইভাবেই বলতে হবে নাকি? আমি এমনভাবে বললাম যে মেইন ভাব টা ঠিক আছে শুধু শব্দগত বা বলার স্টাইলটা অন্যরকম তাহলে কী কোনো সমস্যা হবে?আবার কোনো বিষয়ে আলোচনা বা কথা বলার সময় কুরআন বা হাদিস থেকে কথা বলা লাগছে তখন আমি আমার মতো করে আয়াত বা হাদিসের কথাটা বললাম, যেখানে মেইন আয়াত বা হাদিসের কথার ভাব ঠিক আছে কিন্তু ওই পরিস্থিতিতে আমার মতো করে বললাম তাহলে সমস্যা হবে কী?
তৃতীয়ত,
আমি কোনো কথা বললাম যার ভিতর কিছু কথা আমার ভুল ছিলো বা ধারণা ভুল ছিলো।সেইক্ষেত্রে কী আমার গুনাহ হবে? ওইটা কী আবার সংশোধন করা প্রয়োজন? দেখা গেলো ওই বিষয়টা নিয়ে আবার কথা বলতে গেলে অন্যদের কাছে সেটা বিরক্তিকর বা এইটা নিয়ে কথা বলা নিজের কাছেই একটু অস্বস্তিকর লাগে, মনে হয় Immature এর মতো হয়ে যায় বিষয়টা।
চতুর্থত,
নামাজ পড়া বা আরবি পড়ার ক্ষেত্রে আমার এমন হয় যে, এত আলিফ টানতে হবে একটু বেশি হয়ে গেলো নাকি বা এখানক উচ্চারণ ঠিকভাবে হয়নি হয়তো - এইসব কারণে বার বার পড়তে হয় সেই জায়গায়। এই কারণগুলোতে কী আমার গুনাহ হবে বা সাহু সিজদাহ্ দিতে হবে?
শেষ বিষয় হচ্ছে,
অনেকে দেখি ইসলামিক ভিডিও বা পোসটে যা যা লিখে তার ভিতর থাকে হেদায়েত, দোয়া,মোনাজাত,আখেরাত, কোরআন ইত্যাদি।
এইগুলোর বানান কী সঠিক?
হিদায়াত,দু'আ,মুনাজাত,আখিরাত, কুরআন এইগুলো সঠিক বানান না? তাছাড়া জায়েজ নাকি জায়িজ কোন শব্দটা সঠিক?
ভুল বানানের ভিডিও বা পোস্টগুলো কী শেয়ার করা যাবে?কোনো ভুল তথ্য জানানোর মতো গুনাহ হবে নাকি?