আসসালমুআলাইকুম শায়েখ , বিষয় টা পরিষ্কার করতে চাই, ইনশাআল্লাহ আর প্রশ্ন করার দরকার হবে না।
১.বিষয় হলো স্বামী টাকা গুনছিল খুচরো টাকা, দিয়ে গুনতে গুনতে একবার ৭৯ টাকা হয়েছে দিয়ে সে যখন ৭৯ বলেছে মুখে উচ্চরণ করে তখন তার মনে মনে হঠাৎ তালাকের ভাবনা চলে আসে। স্ত্রী কে কোনো উদ্দেশ্য করেনি। টাকা গুনতে গুনতে হটাৎ তার মনে তালাকের ভাবনা চলে আসে
কিছুক্ষন পর আবার টাকা গুনছিল দিয়ে যখন ৩ টাকা পর্যন্ত গুনছিল তখন তিন বলে গুনছিল , হঠাৎ দিয়ে তার তালাকের ভাবনা চলে আসে। তখন বিষয় টা কে গুরুত্ব না দিয়ে এড়িয়ে জাই।
তার কিছুক্ষন পর মনে হলো বিষয় টা কি হলো সেই ভেবে দেখার জন্য এমনি এক, দুই , পর্যন্ত মুখে গুনেছিল , এবং মনে মনে তালাকের ভাবনা হয় , বা মনে মনে তালাক বলা হয়, কিন্তু যখন এক দুই করে নম্বর গুনেছিলো তখন তালাকের কোনো উদ্দেশ্য ছিল না । মনে মনে তালাক বলা হয়, এক্ষেত্রে কি তালাক পতিত হবে??
২. ভবিষ্যতে যদি কোনো কিছু গুনতে গিয়ে , মনে মনে তালাকের ভবানা , বা মনে মনে তালাক বলা হয়ে জাই তাহলে কি তালাক পতিত হবে??
৩. স্বামী স্ত্রী সহবাস করার সময়, স্বামী উত্তেজিত হয়ে স্ত্রী কে বলে কটা লিঙ্গ লাগবে , স্ত্রী উত্তেজিত হয়ে বলে দুটি, এই রকম কথোপো কথন এর জন্য কি কোনো তালাক হবে??