আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
97 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (3 points)
আসসালামু আলাইকুম, আমি ১ লাখ টাকা দেনমোহরে বিয়ে করেছি,,বিয়ের সময় বলা হয় দেনমোহর ১ লাখ,, কিন্তু গহনা আলাদাভাবে গিফট হিসাবে দেয়া হবে,,সেইসময় দেনমোহর বা গহনা কোনটাই পরিশোধ করা হয়নি,,,এখন পরিবার থেকে স্ত্রীকে গহনা দেয়া হবে,, আমি বেকার,,তাই এই গহনা গুলাকে দেনমোহর হিসাবে স্ত্রীকে দেয়া যাবে?? এই গহনা (১ লাখ টাকার সমপরিমাণ বা বেশি) দেনমোহর হিসাবে নিতে স্ত্রীর কোনো আপত্তি নেই।

1 Answer

0 votes
by (715,680 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বিয়ের সময় বলা হয়েছে দেনমোহর ১ লক্ষ টাকা, এবং বলা হয়েছে যে, গহনা আলাদাভাবে গিফট হিসাবে দেয়া হবে। স্বামীর উপর লক্ষ টাকা মহর হিসেবে আদায় করা ওয়াজিব। আর গহনা গিফট করার যে ওয়াদা করা হয়েছে, সেই ওয়াদাকে রক্ষা করাও জরুরী। স্ত্রী পরবর্তীতে গহনাকে দেনমহর হিসেবে নিতে চায়, এবং তাতে উভয়ের সম্মতি থাকে, এবং সেই গহণা তাহলে দশ দিরহাম মূল্যর অধিক হয়,তাহলে সেটা জায়েয হবে। 

الفتاوى الهندية (ج:1، ص:313، ط : دار الفكر):
"وإن حطت عن مهرها صح الحط، كذا في الهداية. ولا بد في صحة حطها من الرضا حتى لو كانت مكرهة لم يصح ومن أن تكون مريضة مرض الموت هكذا في البحر الرائق."


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (715,680 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...