আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
52 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (11 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ শাইখ,,

১। বিয়েতে আমাদের দেশে নরমালি দুই রাক'আত স্বলাহ পড়তে বলেন বিয়ে পড়ানোর আগে,,  এটা কতটা শারীয়াহসম্মত??

২। বিয়ের আগের রাতে হলুদ কোন অনুষ্ঠান বা কিছু না করে বা হলুদ না মেখে জাস্ট শাড়ি পড়ে ফুল দিয়ে সাজলে কি কোন গুনাহ হবে??

৩। আমাদের এদিকে বিয়ের আগের রাতে মুরগী দিয়ে পোলাও রান্না করে প্রতিবেশীদের দেওয়া হয়,, এটাকে শিরনী বলে,,  এটা করা কি জায়েজ হবে,,?

৪। বিয়ে উপলক্ষ্য সিয়াম পালন করার যে প্রচলন আমাদের সমাজে এটা কতটা শারীয়াহসম্মত??

৫।  হায়েজের সর্বোচ্চ সময়কাল ১০দিন,  এর মাঝে যেকোন কালার এর ব্লাড কি হায়েজ বলে গণ্য হবে,, অনেক সময় হায়েজ শেষ হওয়ার পর হালকা ক্রিম কালার ব্লাড যায়,, এটা কি হায়েজ বলে গণ্য হবে যদি সেটা ১০দিনের মাঝে হয়,, নরমালিও দেখা যায় অনেক সময় হলুদাভ স্রাব যায় মেয়েদের,,  আর হায়েজের শেষ দিন এ যদি এই ব্লাড বাইরে না আসে তাইলেও কি স্বলাহ হবে না,,??

দয়া করে আমার প্রশ্ন গুলোর উত্তর দিবেন ইন শা আল্লাহ

1 Answer

0 votes
by (685,520 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
বাসর রাতে যখন স্বামী প্রবেশ করবে,   
যদি স্ত্রী ঘরে আগে থেকেই থাকে,তাহলে স্বামী শব্দ করে সালাম দিয়ে কক্ষে প্রবেশ করবে স্ত্রী উত্তর দেবে এবং উঠে যথা সম্ভব মুসাফাহা করে শয্যায় বসাবে। 
আর যদি স্বামী আগে থেকেই ঘরে থাকে,স্ত্রী যদি পরে ঘরে প্রবেশ করে,তাহলে স্ত্রী সালাম দিবে।
স্বামী জবাব দিবে।

কুশলাদি জিজ্ঞাসাবাদের পর  স্বামী-স্ত্রী মিলে ২ রাকআত নামায পড়বে।

হাদীস শরীফে এসেছেঃ- 
আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) বলেন, স্ত্রী স্বামীর কাছে গেলে স্বামী দাঁড়িয়ে যাবে এবং স্ত্রী তার পিছনে দাঁড়াবে। অতঃপর তারা একসঙ্গে দুই রাকাত সালাত আদায় করবে এবং বলবে:

اَللّهُمَّ بَارِكْ لِىْ فِىْ أَهْلِىْ وَبَارِكْ لَهُمْ فِىَّ، اَللّهُمَّ اجْمَعْ بَيْنَنَا مَا جَمَعْتَ بِخَيْرٍ و فَرِّقْ بَيْنَنَا إِذَا فَرَّقْتَ إِلَى خَيْرٍ

অর্থ: “হে আল্লাহ! আপনি আমার জন্য আমার পরিবারে বরকত দিন এবং আমার ভিতরেও বরকত দিন পরিবারের জন্য। হে আল্লাহ! আপনি তাদের থেকে আমাকে রিযিক দিন আর আমার থেকে তাদেরকেও রিযিক দিন। হে আল্লাহ! আপনি আমাদের যতদিন একত্রে রাখেন কল্যাণেই একত্রে রাখুন। আর আমাদের মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দিলে কল্যাণের পথেই বিচ্ছেদ ঘটান।

(তাবারানী, মু‘জামুল কাবীর, হা/৮৯০০; মাজমাউয যাওয়ায়েদ হা/৭৫৪৭; সিলসিলাতুল আছার আছ-ছহীহাহ হা/৩৬১; আদাবুয যিফাফ, পৃঃ ২৪।)

বিস্তারিত জানুনঃ- 

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
বিয়ে পড়ানোর আগে এই সালাত আদায়ের কোনো ভিত্তি শরীয়তে নেই। 
তাই এটিকে নিয়মে পরিনত করা,আবশ্যক বানানো,দ্বীনের অংশ মনে করে আদায় করা বিদ'আত হবে।

দুই রাকাত নামাজের কথা যাহা হাদীসে আছে,সেটি বাসর রাতে পড়ার নামাজ।

(০২)
গায়ে হলুদ এর অনুষ্ঠান জায়েজ হবেনা।

হলুদ না মেখে জাস্ট শাড়ি পড়ে ফুল দিয়ে সাজলে, সেখানে যদি কোনো গায়রে মাহরাম না থাকে,সেক্ষেত্রে গুনাহ হবেনা।

(০৩)
সামাজিক প্রথার কারনে নয়,কাহারো চাপে নয়,বরং কেহ যদি সন্তুষ্টি চিত্তে নিজে নিজে এমনিতেই খাওয়ায়,তাহলে তাহা জায়েজ হবে।

(০৪)
শরীয়তে এমন কিছু নেই।
তবে প্রথা হিসেবে পালন না করে, আবশ্যকীয় মনে না করে ,দ্বীনের অংশ মনে করে না করে শুকরিয়া স্বরুপ আদায় করলে তাতে সমস্যা নেই।

(০৫)
এক্ষেত্রে ১০ দিনের আগেই হায়েজ বন্ধ হয়ে গেলে পূর্বের মাস গুলোর অভ্যাস অনুযায়ী হায়েজ এর দিন ঠিক হবে।

বিস্তারিত জানুনঃ- 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 92 views
0 votes
1 answer 134 views
...