আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
92 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (2 points)
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।আমার আম্মু দুইটা স্বপ্ন দেখেছে।

১.তিনি দেখলেন যে, অনেক লোকের ভিড়ে মক্কা শরীফে তিনি অবস্থান করছেন এবং তখন রাসূল(সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর আগমন ঘটে।তিনি(সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)ঘোড়ায় চড়ে এসেছেন এবং কিছুক্ষণ পর চলে গিয়েছেন।স্বপ্নের মধ্যেই উনার মনে হলো, "রাসুল (সল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম)দেখতে সুন্দর কিন্তু তার দাত সুন্দর না কেনো"। তিনি সাদা পোশাক পরে এসেছিলেন।

২.,আরেকটা স্বপ্ন ছিলো যে, উনি নামাযের বৈঠকে বসে আছেন।আমার বোন অনেক ডাকাডাকি করার ফলে (বাস্তবে)উনার ঘুম ভেঙে যায়।আর,উনার মনে হয় যেনো উনি সত্যি ই নামাযে ছিলেন। নামাযে ঠোঁট নাড়ালে যেমন অনুভূতি তেমনটা জাগ্রত হওয়ার পর ও অনুভব করেছেন।এইটা সকালে দেখেছিলেন।

বিঃদ্রঃ আমার আম্মুকে প্র‍্যাকটিস বলা যায় না কোনো ভাবেই।৫ ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করতে পারেন না আমার ভাইদের জন্য। ওরা ছোট তো তাই ইমাণী দূর্বলতার দরুন তরক হয়ে যায়।

উপরোক্ত স্বপ্ন দুইটার ব্যাখ্যা দিলে উপকার হতো,শাইখ।

1 Answer

0 votes
by (715,000 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
হযরত আবু হুরায়রা রাযি থেকে বর্ণিত,
حَدَّثَنَا مُوسَى، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «تَسَمَّوْا بِاسْمِي وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي، وَمَنْ رَآنِي فِي المَنَامِ فَقَدْ رَآنِي، فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَتَمَثَّلُ فِي صُورَتِي، وَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ»
রাসূলুল্লাহ সাঃ বলেন,আমার নাম দ্বারা নাম রাখতে পারবে,তবে আমার কুনিয়ত দ্বারা কেউ যেন কুনিয়ত না রাখে,যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখবে,সে সত্যই আমাকে দেখবে,কেননা শয়তান আমার সুরত ধারণ করতে পারে না।যে ব্যক্তি আমার উপর মিথ্যা বলবে,সে যেন তার জায়গা জাহান্নামকে বানিয়ে নেয়।(সহীহ বোখারী-১১০)

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়া-সাল্লাম' কে স্বপ্নে দেখলে জান্নাত ওয়াজিব। যিনি দেখেছেন আল্লাহ তা'আলা  উনার আমলের মধ্যে বারাকাহ দান করুক।এবং স্বপ্নে নামায দেখাও বারাকাহ এর আলামত।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...