আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+2 votes
234 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (48 points)
আসসালামু আলাইকুম
কেউ যদি এমন বলে "ওমুক প্রতিকে ভোট দিলে ভোট পাবে রাসুল,  আর ভোট না দিলে হবে কবিরাগুনা"

১- ইসলাম কি বলে এই ব্যাপারে?
২ - গনতন্ত্র দিয়ে কি আদো ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব?  যেখানে রাসুল সা বলেছেন তরবারি নিচে আমার জন্য রিজিক রাখা হয়েছে।
৩ যদি সম্ভব হয় তাহলে কেন রাসুল তৎকালীন পার্লামেন্ট (নাম মনে পরছে না) আবু জাহেল এর প্রস্তাব রাসুল কে প্রধান করা হবে,  সেই রকম প্রস্তাব ফিরিয়ে দিয়ে পরবর্তী তে জি হাদ ফিসাবিলিল্লাহ  বেছে নিলেন?

1 Answer

0 votes
by (707,880 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
"ওমুক প্রতিকে ভোট দিলে ভোট পাবে রাসুল, আর ভোট না দিলে হবে কবিরা গুনাহ"

(১)
এ রকম কথা নিশ্চিতরূপে বলা কখনো জায়েয হবে না।কেননা কে রাসূলুল্লাহ সাঃ এর সুন্নতকে অনুসরণ করবে,আর কে করবে না,সেটা নিশ্চিত নয়।

হযরত আবু বাকরা রাযি থেকে বর্ণিত,
عَنْ أَبِي بَكْرَةَ رضي الله عنه أَنَّ رَجُلًا ذُكِرَ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَثْنَى عَلَيْهِ رَجُلٌ خَيْرًا ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( وَيْحَكَ قَطَعْتَ عُنُقَ صَاحِبِكَ - يَقُولُهُ مِرَارًا - إِنْ كَانَ أَحَدُكُمْ مَادِحًا لَا مَحَالَةَ فَلْيَقُلْ : أَحْسِبُ كَذَا وَكَذَا إِنْ كَانَ يُرَى أَنَّهُ كَذَلِكَ وَحَسِيبُهُ اللَّهُ ، وَلَا يُزَكِّي عَلَى اللَّهِ أَحَدًا )
একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক লোকের ব্যাপারে আলোচনা হয়। তখন অন্য এক লোক বলল, হে আল্লাহর রসূল! অমুক অমুক কাজের বিষয়ে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পর তার চেয়ে উত্তম আর কোন লোক নেই। এ কথা শুনে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমার ধ্বংস হোক, তুমি তো তোমার সঙ্গীর গর্দান কেটে ফেলেছ। তিনি এ কথাটি বার বার বললেন। অতঃপর বললেন, তোমাদের কারো যদি তার ভাইয়ের প্রশংসা করতেই হয় তবে সে যেন বলে অমুকের ব্যাপারে আমার ধারণা যে, সে এমন (বাস্তবে হলেই এ কথাটি বলতে পারবে), তবে আল্লাহর সম্মুখে আমি কাউকে দোষমুক্ত ঘোষণা করছি না (অর্থাৎ আমি আল্লাহর সামনে কাউকে পবিত্র করতে পারি না)। (সহীহ মুসলিম-শামেলা:৩০০০,ইসলামিক ফাউন্ডেশন ৭২৩১, ইসলামিক সেন্টার ৭২৮৪)(সহীহ বোখারী-৬০৬১)


হ্যা, কেউ দ্বীন দরদী হলে,তার জন্য সীমায় দাড়িয়ে প্রচারনা চালানো যাবে।

(২) ও (৩)
কুরআন-সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার জন্য একজন ইমাম বা প্রেসিডেন্ট নির্বাচন করা সকল মুসলমানদের উপর ফরযে কেফায়া।খেলাফতের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-৩৫৬

যেহেতু বর্তমানে খেলাফত ব্যবস্থা নেই।এবং খেলাফতকে তার নিজস্ব ত্বরিকায় প্রতিষ্টিত করাও অদ্য সম্ভবপর নয়।সে হিসেবে যতদিন না খেলাফত প্রতিষ্টা হচ্ছে বা এ জন্য আন্দোলনের মোক্ষম সময় সামনে আসছে,ততদিন পর্যন্ত ইসলাম এবং মুসলমানের স্বার্থে গণতান্ত্রিক পদ্ধতির নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে।তবে অবশ্যই শরয়ী অন্যান্য বিধি-বিধান মেনেই প্রার্থী হতে হবে।গণতন্ত্র এবং গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতিতে অংশগ্রহণ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-৪৬২

বিস্তারিত জানতে ভিজিট করুন-


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (0 points)
আসসালামু আলাইকুম!

শায়েখ! আপনার হয়তো জানা নেই যে,খিলাফাহ কায়েমের জন্য মোল্লা উমর,আব্দুল্লাহ আযযাম ও উসামা (র:) প্রমূখ যে আন্দোলন গড়ে তুলেছিলেন সেই আন্দোলন এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে৷ বিশেষ ভাবে আফ্রিকা মহাদেশে এখন ইমারাহর দ্বার প্রান্তে৷

তারা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটা করেন নি৷আলহামদুলিল্লাহ এ আন্দোলন এখন বাংলাদেশেও জারি হয়েছে৷

দুনিয়াবাসী অচিরেই এর ফলাফল দেখতে পাবে ইনশাআল্লাহ!

চাইলে তাদের ওয়েব সাইট লিংক দিতে পারি যাতে তাদের কার্যক্রম,কর্মপদ্ধতি তাহকীক করতে পারেন৷
আপনাদের তাহকীক উম্মাহর জন্য কল্যাণকর হবে ইনশাআল্লাহ৷

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...