দয়া করে উত্তর দিন হুজুর....
আমরা স্বামী স্ত্রী দুজন দুজনকে অনেক ভালোবাসি, বিয়ের একদিন পর স্ত্রী আমার কাছে জিগাস করে আমার বিয়ের জন্য অন্য মেয়ে পছন্দ ছিলো কিনা। আমি বললাম ওমুক মেয়ে সুন্দর ছিলো৷ ব্যাস, রাগ করে বললো "যান যান যান ওর কাছে যান ওকে বিয়ে করেন"। তারপর মাঝে মাঝেই এরকম কথা বলতো। আমি হাসতাম কিছু বলতাম না। তারপর ও রাগ করতো আমি রাগ ভাঙ্গাতাম।তারপর সব স্বাভাবিক।
আমি সুযোগের অপেক্ষায় থাকলাম ও কোন ছেলেকে ভালো বা দেখতে সুন্দর বললে আমিও এমন কথা বলবো আর আমিও ওরকম বলে রাগ করবো ও রাগ ভাঙ্গাবে । একদিন ও ওরকম কিছু বললো। আমি বললাম যাও, যাও, যাও (ওর কাছে যাও এমন কিছু বোঝে যেন)।(এগুলো কী সরীহ শব্দ হয়ে গেলো নাতো?)। তারপর আমি রাগ করে থাকলাম ও আমার রাগ ভাঙ্গালো। ঝগড়া ঝামেলা কিছুই হয়নি। আমি এরকম দুই থেকে তিনদিন করেছি। হঠাৎ কেনায়া শব্দে তালাক এর ভিডিও দেখলাম। তাতে বুঝলাম নিয়ত থাকা লাগে। আমার নিওত ছিল কিনা বুঝবো কি করে ? রাগ করা কী নিয়ত? কেনায়া তালাকের নিয়ত কেমন? মনে মনে হয়তো হঠাৎ এমন হতে পারে যে যেতে চাইলে যাবে। বা যাওয়ার ব্যবস্থা করব। তবে তালাক শব্দ মাথায় ই থাকতো না। আমি শুধু ওকে অনুকরণ করতাম। অনুকরণ করার সময় হঠাৎ কোন কিছু চলে আসলে (নিশ্চিত নয়) কিছু হবে? তবে শেষ দিন বলার পর হঠাৎ মনে হলো নিজের বউকে আরেকজনের কাছে যেতে বলা অনেক বড় গুনাহ নাতো?
এসব নিয়ে টেনশন এ আছি। কিছু হয়ে গেলো কিনা। আমার তখন হঠাৎ কী নিয়ত ছিলো তা নিয়ে কনফিউজ। তবে তখন পর্যন্ত জানতাম সরাসরি তালাক শব্দ ছাড়া তালাক হয়না। তখন ঐ কথা(" যাও, যাও,যাও" ) বলার শুধু উদ্দেশ্য থাকতো আমি রাগ করে থাকবো ও আমার রাগ ভাঙ্গাবে। আর ও আমাকে কতটা ভালোবাসে দেখবো। তারপর ও আমার রাগ পাঁচ মিনিটের মধ্যে ভাঙ্গগিয়ে ফেলতো।
আমার মাথায় সবসময় এসব ঘুরে। মনে হয় যে এই নিয়ত করছিলাম না ঐ নিয়ত করছিলাম। তবে বানিয়ে বানিয়ে রাগ করার চেষ্টা করছিলাম। আমি এসব নিয়ে over thinking করি অনেক। মনে হয় যে যদি হয়ে যায় তাহলে তো অনেক গুনাহগার হতে হবে। আমি আমার তখনকার একাধিক বার "যাও যাও যাও" বলার মাঝের নিয়ত নিয়ে সন্দেহে আছি। কিন্তু এটা উদ্দেশ্য থাকতো যে ও আমি ওর মতো রাগ করবো ও আমার রাগ ভাঙ্গাবে।
এসবের জন্য কাজে, ইবাদতে মন বসে না।হঠাৎ প্যানিকড হয়ে যায়। কেন তালাক হবে বা হবেনা ব্যাখ্যা বলে দিলে চির কৃতজ্ঞ থাকবো। দুশ্চিন্তা আর থাকবেনা ইনশাআল্লাহ। আমাকে সাহায্য করুন দয়াকরে।