আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
58 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (1 point)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
১) কোন একজন বোনের রুমমেট হিন্দু, সে পূজা থেকে খিচুরি এনে দিয়ে বলে এটা পূজার জন্য উৎসর্গ করা হয় নি, এমনিতেই সকলকে দেওয়া হয়েছে। কোন মুসলিম বোনের তা খাওয়া জায়েজ হবে ?

২)  কোন একজন ব্যক্তি চান বুঝাতে নিম্নোক্ত ক্ষেত্রে..

গ্রামে বয়স্ক মহিলারা বেশিরভাগই চেয়ারে বসে সালাত আদায় করে, অথচ হাটাচলা, নিজের কাজও করেন। উনাদের কিভাবে বুঝানো যেতে পারে? এরকম ওজর দেন অমুক তো বসে নামাজ পড়ে.. দাঁড়িয়ে থাকতে পারি না..ইত্যাদি। কিভাবে বলে বুঝানো যেতে পারে?

1 Answer

0 votes
by (63,560 points)

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাব

https://ifatwa.info/5076/ নং ফাতওয়াতে আমরা বলেছি যে,

যদি কোন হিন্দু এমনিতে খাবার বানিয়ে নিয়ে আসে এবং তাতে গোস্ত জাতীয় বস্তু তথা হাসঁ, মুরগী বা পশুর গোস্ত না থাকে তাহলে তা খাওয়া জায়েজ আছে। তবে একে অভ্যাসে পরিণত করা ভাল নয়। খুবই গর্হিত কাজ।

 

فى الفتوى الهندية-ولا بأس بطعام المجوس كله الا الذبيحة الخ (الفتوى الهندية-5/347، كتاب الكراهية، الباب الرابع عشر فى اهل الذمة، البحر الرائع، كتاب الكراهية، فصل الأكل والشرب-8/184، المحيط البرهانى-8/69

যার সারমর্ম হলো মূর্তিপুজকদের খাবার খাওয়া জায়েজ আছে, তবে তাদের জবাইকৃত পশু ব্যতীত।     

,

বিধর্মীদের রান্না করা খাবার যেমন, মাছ, তরকারি ইত্যাদি খাওয়া জায়েয আছে, যদি সে খাদ্যটি হারাম না হয় এবং তাতে যদি হারাম কোন কিছুর সংমিশ্রণ না থাকে। যেহেতু রাসূলুল্লাহ অমুসলিমদের দেয়া দাওয়াত খেয়েছেন এবং তাদের দেয়া হাদিয়াও গ্রহণ করেছেন। (বুখারী ২৬১৫-১৮ ‘মুশরিকদের নিকট থেকে হাদিয়া গ্রহণ’ অনুচ্ছেদ)

অনুরুপভাবে তাদের যবেহ করা পশুর গোশত খাওয়া যাবে না। (সূরা বাক্বারাহ ১৭৩)

 

সুতরাং পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের রান্না করা খাবার যেমন, মাছ, তরকারি ইত্যাদি খাওয়া জায়েজ। তবে খাবারটি কোনোভাবেই হারাম না হতে হবে।

 

পাশাপাশি তাতে হারাম কোনো কিছুর সংমিশ্রণ না থাকতে হবে। (তাদের কোনো উপাস্যের জন্ম উৎস্বর্গকৃত না হতে হবে। )

রাসুলুল্লাহ (সা.) অমুসলিমদের দাওয়াত গ্রহণ করেছেন। তাদের রান্নাকৃত খাবার খেয়েছেন। তাদের দেওয়া উপহারও গ্রহণ করেছেন। (বুখারি, হাদিস: ২৬১৫)

 

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন!

 

১. সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে নাপাক জিনিস মিশ্রিত না হওয়া সম্পর্কে নিশ্চিত হলে ও তাতে কোনো প্রকার চর্বি ও গোশত দেওয়া না থাকলে এবং পূজার জন্য উৎস্বর্গকৃত খাবার না হলে খাওয়া জায়েয আছে। তবে না খাওয়াটাই উত্তম ও শ্রেয় হবে।

 

২. প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি হেকমতের সাথে আরো বুঝানোর চেষ্টা করবেন। আবার চেয়ারে বসে নামাজ পড়ার কয়েকটি মাসআলা দেখাতে বা পড়ে পড়ে শোনাতেও পারেন। তাহলে আশা করা যায় যে, তারা তা গ্রহণ করবেন ও মেনে নিবেন।  

চেয়ারে বসে নামাজ পড়ার বিধান সম্পর্কে জানুন- https://ifatwa.info/10313/

(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী আব্দুল ওয়াহিদ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...