আসসালামু আলাইকুম। আমি প্রায় ১০ বছর ধরে এলার্জিজনিত সর্দি কাশি তে ভুগছি। ধুলোবালি, ধোঁয়া, পানির সংস্পর্শে এলে আমার নাক বন্ধ হয়ে যায়। নাকি দিয়ে পানি পড়া শুরু হয়। খাবার থেকে এলার্জি হয়ে যায়। আর সবকিছু থেকেই নাকেই অস্বস্তি শুরু হয়। কন্টিনিউয়াস ৮-১০ টা করে প্রতিবার হাঁচি হয়। গলা ব্যথা, নাক ব্যথা হয়ে যায়। কোল্ড এলার্জির কারণে সারাবছর নাকে সর্দি থাকে, নাক বন্ধ থাকে। ডাক্তার দেখিয়ে, ওষুধ সেবন করেও পুরোপুরি কমছে না। রাতে ঘুমাতেও সমস্যা হয়। এমতাবস্থায় নামাজ আদায়ের জন্যে অযুর পরিবর্তে তায়াম্মুম করা বৈধ হবে কি ?