আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
43 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (4 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,

সচরাচর অনেক মানুষ আছেন ফেইসবুক বা অনলাইনে বক্তাদের ওয়াজ শুনেন তাদের চেহারা চিনে কিন্তু নাম জানেনা। এমতবস্থায় উক্ত বক্তার যদি কোন ইসলামিক প্রোগ্রাম থাকে। প্রচারের স্বার্থে অনলাইনের পোস্টারে বক্তার ছবি ব্যবহার করা যাবে কিনা? যেহেতু শুধুমাত্র নাম দিলে অনেকেই চিনবেনা। উক্ত পোস্টার ডিজিটাল অর্থাৎ এটা ফেইসবুক বা অনলাইনেই থাকবে। প্রিন্ট হবেনা। যদি জায়েজ হয় তবে কেনো জায়েজ এবং যদি নাজায়েজ হয় তবে কেন নাজায়েজ দয়া করে রেফারেন্স সহ দিবেন ইনশাআল্লাহ।

1 Answer

0 votes
by (712,400 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
ছবি ভিডিও শরীয়তের দৃষ্টিতে হারাম।হযরত ইবনে আব্বাস রাযি থেকে বর্ণিত,
عن ﺍﺑﻦ ﻋﺒﺎﺱ ﺭﺿﻲ ﺍﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ ﻗﺎﻝ : ﺳﻤﻌﺖ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻘﻮﻝ :( ﻣﻦ ﺻَﻮَّﺭ ﺻﻮﺭﺓ ﻓﻲ ﺍﻟﺪﻧﻴﺎ ﻛُﻠِّﻒ ﺃﻥ ﻳَﻨْﻔُﺦ ﻓﻴﻬﺎ ﺍﻟﺮُّﻭﺡ ﻳﻮﻡ ﺍﻟﻘﻴﺎﻣﺔ ﻭﻟﻴﺲ ﺑﻨﺎﻓﺦ )
তরজমাঃ- ইবনে আব্বাস রাঃ বলেন, আমি নবী কারীম সাঃ কে বলতে শুনেছি, যে তিনি বলেছেন,
যে ব্যক্তি পৃথিবীতে কোন(জানোয়ারের) ছবি আকবে,কিয়ামতের দিন তাকে দায়িত্ব দেয়া হবে,সে যেন উক্ত ছবির ভিতরে রূহ প্রদান করে, অথচ রূহ প্রদান করা তার জন্য কস্মিনকালে ও সম্ভব হবে না(অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করে আযাব প্রদান করা হবে)(সহীহ বুখারী -৫৬১৮)বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/2253


সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বিনা জরুরতে ছবি চায় প্রিন্ট হোক বা স্কিনে হোক, সবই হারামের অন্তর্ভুক্ত। ওয়াজের পোস্টারে ছবি প্রদান জরুরতের আওতাধীন কি না তা নিয়ে সমসাময়িক আলেমদের মতবিরোধ পরিলক্ষণ করা যাচ্ছে। সিংহভাগই মনে করেন, পোস্টারে বক্তার ছবি জরুরতের অন্তর্ভুক্ত নয়। 

আপনি দলীলের কথা বলেছেন, নিচে দু'টি দারুল ইফতার ফাতাওয়া দেখতে পারেন।
جی ہاں! پوسٹر یا بینر وغیرہ پر تصویر ڈالنا جائز نہیں ہے؛ لہٰذا آپ ایسا نہ کریں، اس صورت میں آپ کی آمدنی کچھ کم ہوسکتی ہے؛ لیکن حلال آمدنی کم مقدار میں ہونے کے باوجود حرامِ کثیر سے خیر وبرکت میں بہت بہتر ہے۔
واللہ تعالیٰ اعلم
فتوی نمبر :1300-1207/sn=12/1438
دارالافتاء،
دارالعلوم دیوبند

 کسی شدید ضرورت کے بغیر جاندار کی تصویر بنانا  یا بنوانا حرام اور گناہِ کبیرہ ہے ،خواہ تصویر کسی بھی قسم کی ہو، کپڑے یا کاغذ پر بنائی جائے یا در و دیوار پر، قلم سے بنائی جائے یا کیمرے سے لہذا:
1۔۔ پوسٹروں اور   پینافلیکس وغیرہ پر تصاویر  لگانا شرعاً ناجائز اور حرام ہے۔
2۔۔ قائدین کو اپنے کارکنوں کو اس کا حکم دینا چاہیے کہ وہ ان کی کسی قسم کی تصاویر آویزاں نہ کریں ، نیز اگر بالفرض قائدین منع نہ کریں یا وہ حکم بھی دیں تب بھی  خود کارکنوں کو اس ناجائز کام سے بچنا ضروری ہے۔ واضح رہے کہ پوسٹروں پر پرنٹڈ تصاویر کی حرمت میں معاصرین علماء میں بھی کوئی اختلاف نہیں ہے۔
3۔۔جائز نہیں ہے۔فقط واللہ اعلم
فتوی نمبر : 143909201476
دارالافتاء : جامعہ علوم اسلامیہ علامہ محمد یوسف بنوری ٹاؤن


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 177 views
...