বিসমিহি তা'আলা
জবাবঃ-
মানুষের বসবাসের ক্ষেত্রে শরয়ী কোনো বিধিনিষেধ নেই।যার যেখানে সুবিধা হবে সে সেখানেই বসবাস করবে।এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হল, দ্বীনী পরিবেশ দেখেই মানুষ তার বসবাস স্থলকে নির্বাচন করবে।
মানুষ যেখানেই বসবাস করুক না কেন, শরীয়ত তাকে যাদেরকে লালনপালনের দায়িত্ব দিয়েছে,সে তাদেরকে লালনপালন করবে।যেমন স্ত্রী,নাবালক সন্তানাদি,অভাবী পিতা-মাত, নিঃস্ব ভাই-বোন ইত্যাদি লোকদিগকে দেখভাল করার দায়িত্ব প্রত্যেক মানুষের উপর পর্যায়ক্রমে রয়েছে।
আপনি যদি আপনার স্বামীকে আপনার বাবার বাড়ী নিয়ে আসতে চান,তাহলে পারবেন।তবে এক্ষেত্রে আপনার স্বামীর উপর শরীয়ত যে দায়িত্ব অর্পন করেছে,সে দায়িত্ব পালনে যেনো অবহেলা না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখবেন।নয়তো সামাজিকভাবে এ অবহেলার কারণ আপনি বনে যাবেন।
মোটকথাঃ
বিয়ের পর স্বামী-স্ত্রী উভয় স্বামীর বাড়ী অথবা স্ত্রীর বাবার বাড়ী যেকোনো খানেই তারা বসবাস করতে পারে।এতে কোনো সমস্যা নাই।হযরত মুসা আঃ বিয়ে পরবর্তী দীর্ঘ সময় শশুর শুয়াইব আঃ এর বাড়ীতে ছিলেন।অবশ্য তার ও একটি যৌক্তিক কারণ ছিল।স্বামী যদি তার স্ত্রীর বাড়ীতে বসবাস করে, তাহলে সে যেন তার উপর অর্পিত দায়ভার তথা মাতা-পিতার সেবা ও লালনপালন কে ভূলে না যায়।
অাল্লাহ-ই ভালো জানেন।