১)আমার বাবা আমার নামে ডিপিএস করতে বলেছিলেন আমার আম্মুকে, যার অর্থ প্রতিমাসে আমার বাবাই ডিপিএস এর উদ্দেশ্য করে দিয়ে থাকেন আম্মুর হাতে, এখন জাকাতের হিসেব করার সময় জাকাত দেওয়ার জন্য হাতে নগদ অর্থ না থাকায় আব্বুকে জিঙ্গেস করলাম ডিপিএস মালিক কে? আপনি নাকি আমি?উনি বললেন উনি মালিক, আর বললেন যার নামে যত অর্থ ই থাকুক না কেন, তোমাদের সব গুলার মালিক আমি।
তাহলে এই অর্থের জাকাত কে দিবে? আমার বাবা নাকি আমি??
২)আবার সেইম ভাবে আমার বিয়ের আগে আমার উদ্দেশ্য করে কিছু স্বর্ণের গহনা বানানোর জন্য টাকা দিয়েছিলো আমার বাবা, ,ঐগুলো আমার আম্মুই পড়তো আমার বিয়ের আগে, আবার মন চাইলে সময় সময় আমিও পড়তাম, আমার বাবা আমার আম্মুকে বলতো তোমারে গহনা বানাই দিলাম, এটা বানাই দিলাম ঐটা বানাই দিলাম, আবার আমাকে বলতো ওগুলো আমারে দিছে, একবার বলে আম্মুকে দিছে আবার বলে আমাকে দিছে, যদিও বিয়ের পরে ওগুলো আমাকেই দিয়ে দেওয়া হয়েছে পুরোপুরি ভাবে, তাহলে পূর্বে ঐসম্পদের আসল মালিক কে ছিলো? আমার বাবা, মা নাকি আমি? পূর্বের সময় অনুযায়ী যদি যাকাত ফরজ হয়ে থাকে তাহলে এই স্বর্ণের জাকাত কে দিবে? আমার বাবা, আমি নাকি আমার আম্মু??