আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ
১] উস্তাযা বারবার নির্দেশ দিতেন তাহাজ্জুদে/নফল নামাজে হিফযকৃত অংশ তিলাওয়াত করতে। এতে হরকত ভুল হলে বা কোনো আয়াত ভুলে ফেলে গেলে বা কোনো হরফ ভুলে ফেলে গেলে কি করণীয়? [তিলাওয়াত শুদ্ধ আলহামদুলিল্লাহ]
আর আমি নামাজে একটা সুরা তিলাওয়াত করতেছি কিন্তু মাঝখানে ভুলে গেলাম, এরপর বাসমালাহ পাঠ করে কি অন্য সুরায় যেতে পারবো?
২] আম্মুর বয়স ৩৮ বছর, কিন্তু উনার তিলাওয়াতে কিছু হরফ এবং তাজবীদ ভুল। যথেষ্ট শিক্ষিত মা শা আল্লহ তাও কুরআন শিখতে আগ্রহ নেই, এক্ষেত্রে উনার করণীয় কি?
৩] আমার এক ক্লাসমেট হারামের প্রস্তাব দেয়, গ্রহণ না করাতে আমার আইডি হ্যাক করে আমার ছবি পায়, সেগুলো নিয়ে ব্ল্যাকমেইল করে, এখন আমার ছবি ওর কাছে আছে, এতে কি আমার গুনাহ হবে?