ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১) আপনি আল্লাহর সাহায্য চেয়ে লেখাপড়া চালিয়ে যান।
(২) যত রকমই চিন্তা আসুক না কেন? আপনি আপনার পড়ালেখাকে চালিয়ে যান। পাশাপাশি অবসর সময়ে দ্বীন শিখার চেষ্টা করবেন।নিয়মিত নামায রোযা করবেন।
(৩) সব কিছু ছেড়ে দেয়ার কোনো প্রয়োজনিয়তা নাই। বরং সবকিছুকে সাথে রেখেই সামনে অগ্রসর হতে হবে।
(৪) বিশ্ববিদ্যালয়ের পড়াশুনার পরিশ্রম বা চাপ এর বিনিময়ে উত্তম উপার্জনের ব্যবস্থা হওয়া বা দ্বীন এর খেদমতের ব্যবস্থা হওয়ার দু'আ করা যাবে।
(৫) বিশ্ববিদ্যালয়ের পড়াশুনাতে ক্ষতি করে ইলমের জন্য বা উপার্জন এর জন্য সময় বের করা উচিৎ না। হ্যা, ফরয পরিমাণ ইলম শিখার জন্য সবকিছুই বিসর্জন দিতে হবে।
(৬) মাতাপিতার বিধিনিষেধ কে মান্য করা উচিৎ।
(৭) জেনারেল লাইন শিক্ষিতদের জন্য IOM ভর্তি হয়ে যাওয়াই উচিৎ।
(৮) রিযিক আর তাক্বদীর। দুয়ার মাধ্যমে এ দুটি পরিবর্তনযোগ্য।