আস'সালামু আলাইকুম,
আমার ফরজ গোসল করার সময় প্রায়শ মনের মধ্যে নানা ধরনের সন্দেহ আসে।
যেমন -
ভালো করে নিয়ত করেছি তো?
'বিসমিল্লাহির রাহমানির রাহীম' না শুধু 'বিসমিল্লাহ' বলে গোসল শুরু করবো?
পিঠের দিকে, কানের মধ্যে, মাথার চুলের গোরালির দিকে পানি পৌছেয়েছি কি?
দাঁড়ির গোরাতে পানি আসলেই কি গেছে?
মুখে গড়গড়া কুলি, নাকে পানি এবং কানে পানি ঢুকানো নিয়ে মনের মধ্যে সন্দেহ আসে।
মনে হয়- মুখের পানি দিয়ে গড়াগড়া করার সময় মনে হয় মুখের সব জায়গায় পানি যায়নি। তাই পানি দিয়ে বারবার গড়গড়া কুলি করতেই থাকি, করতেই থাকি।
এক্ষেত্রে আমার করণীয় কি? আমি কিভাবে এসব সন্দেহ মূলক চিন্তা থেকে মুক্তি পেতে পারি?
অনুগ্রহ কর, আমার নিচে বর্ণিত সমস্যা গুলোর জন্য আলাদা করে উত্তর জানাবেন -
১। আমি জানি যে, ফরজ গোসলের সময়- নাকে পানি প্রবেশ করানোর নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে হবে। তাই আমি হাতের তালুতে পানি নিয়ে নাকে পানি দেওয়ার পর নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানোর জন্য হাতের তর্জনী আঙ্গুল দিয়ে অনেকবার নাকের ভিতরে পানি দেয়। এতেও মনের মধ্যে খটকা লাগে, পানি নাকের নরম জায়গা পর্যন্ত পৌঁছিয়েছ তো??
এক্ষেত্রে, আমি কিভাবে নিশ্চিত হবো যে আমার নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছিয়েছে ?
.২। ফরজ গোসল করার সময় যদি নিজে নিজে কোনো কথা বা অন্যের সাথে কথা বলি, তাহলে কি ফরজ গোসলের কোনো সমস্যা হবে ?
৩। ফরজ গোসল করার সময় যদি মুখ দিয়ে ঢেঁকুর বের হয় বা ঢেঁকুর আসে, তাহলে কি ফরজ গোসলের কোনো সমস্যা হবে ?
৪। ফরজ গোসল করার সময় আমার প্রায়ই মনে হয় পায়খানার রাস্তা দিয়ে মনে হচ্ছে বায়ু নির্গত হলো। এক্ষেত্রে আমার হুজুরের কাছে আমার জানতে চাওয়া, ফরজ গোসল করার সময় যদি নিশ্চিত হয় যে, পায়খানার রাস্তা দিয়ে বায়ু নির্গত হচ্ছে, তাহলে কি ফরজ গোসলের কোনো সমস্যা হবে ?
আর যদি নিশ্চিত না হয় যে, পায়খানার রাস্তা দিয়ে বায়ু নির্গত হচ্ছে কিনা, তাহলে কি করণীয় ?