ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
কিতাব পড়বো কি না? সেটা নির্ভর করে লিখকের আকিদা বিশ্বাসের উপর। উক্ত লিখক সম্পর্কে আমাদের জানাশোনা নেই। গুগলে সার্চ করেও উনার জীবনী সম্পর্কে কিছুই পাইনি আমরা। যেহেতু এটা একজন অপরিচিত লিখকের কিতাব।তাই এই কিতাব সম্পর্কে নিশ্চিত কোনো মতামত পেশ করা আমাদের জন্য সম্ভবপর হচ্ছে না। হ্যা, এতটুকু বলতে পারি, একজন আলেম সাহেবের নগরানিতে আপনি ঐ কিতাব পড়তে পারেন। অথবা আপনার স্থানীয় আলেম উলামা বা মসজিদের ইমাম মুওয়াজ্জিন সাহেবকে প্রথমে ঐ কিতাব পড়তে দিবেন।তারপর তাদের পরামর্শ অনুযায়ী সামনে অগ্রসর হবেন।
মনে রাখবেন,
শিক্ষক ব্যতিত কোনো বিষয়ের লেখাপড়া পুুরোপুরি পূর্ণতা পায় না। বিশেষকরে যেখানে আকিদা বিশ্বাসের মত গুরুত্বপূর্ণ বিষয়াদি সংযোক্ত, সেই সব স্থানে একাকি অধ্যায়ন করা কোনো ক্রমেই উচিৎ হবে না। সুতরাং আপনাকে বলবো, একজন শিক্ষকের কাছে গিয়ে উক্ত কিতাবখানা অধ্যায়ন করবেন।আল্লাহ আপনাকে সঠিক জিনিষ জানার ও বুঝার তাওফিক দান করুক।আমীন।