বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
3931 নং জবাবে আমরা ইতিপূর্বে বলেছি যে,নামায ঘরে না পড়ে মসজিদে পড়াই সওয়াব বেশী।পুরুষদের জন্য মসজিদে মুসলমানদের জামাতের সাথে নামায পড়াই পরিপূর্ণ নামায।এমনকি বিশুদ্ধ মতানুযায়ী ওয়াজিবও বটে।কেননা আ'মলের মাধ্যমে আ'যানের জবাব দেয়া ওয়াজিব।এ জন্য কোনো পুরুষের জন্য বিনা প্রয়োজনে মসজিদে জামাতের সাথে নামায পড়া থেকে বিরত থাকতে পারবেন না।উনার জন্য জায়েয হবে না।হ্যা প্রয়োজনে ঘরে নামায পড়া যাবে।আরো জানুন-
1267
আজ ২৮ নভেম্বর ২০২০ ইংরেজী তারিখে বাংলাদেশের করোনা পরিস্থিতে মসজিদের জামাতকে ত্যাগ করা কি জুরুরী?
এ প্রশ্নের জবাবে বলা হবে,এখনকার পরিস্থিতি আর আগের মত নয়,তাই মসজিদের জামাতেই শরীক হতে হবে।ওয়াজিব বিধান আবার চলে এসেছে।তবে কোথাও স্বাস্থ্যববিধি কে ফলো করা না হলে, এবং সেখানে করোনা আক্রান্তের সংখ্যা বর্ধমান থাকলে, সেই জায়গার মসজিদে না যাওয়ার অনুমোদন রয়েছে।সুতরাং আপনি বিশেষ প্রয়োজন বা অসুবিধা না থাকলে মসজিদেই নামায পড়বেন।এবং মসজিদে নামায পড়াই সুন্নতে মু'আক্কাদা।
দ্বিতীয় ধাপের করোনা প্রকোপ সম্পর্কে যখন রাষ্টীয়ভাবে ঘোষণা হবে,এবং বাস্তবচিত্র ও যখন ব্যাপক আকার ধারণ করবে,তখন মসজিদের চেয়ে ঘরে নামায পড়া ভালো বা জরুরী হবে বলে শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ফাতাওয়া দিবেন।তখন সেই ফাতাওয়া অনুযায়ী-ই আ'মল করা হবে।