আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারকাতুহ
১.আমার আব্বুর জমি আছে কিন্তু আরেকজনের কাছে বন্ধক দিয়ে দিছে। তিনি চাষ করে এই জমির জন্য কি আমার বাবার উপর কুরবানি ওয়াজিব হবে?
২ এমন ব্যক্তি কি যাকাত নিতে পারবে যার নিসাব পরিমাণ সম্পদ নেই,ঋণ ও আছে।নিত্যপ্রয়োজনীয় সবকিছু কষ্ট করে চালায়।এখন ঐ ব্যক্তির যদি বাসস্থানের জন্য আসবাবপত্র প্রয়োজন হয় তাহলে কি ঔ ব্যক্তি যাকাতের টাকা দিয়ে তা বানাতে পারবে?