আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
262 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (39 points)

1) Adam, Idris (Enoch), Nuh (Noah), Hud (Heber), Saleh (Methusaleh), Lut (Lot), Ibrahim (Abraham), Ismail (Ishmael), Ishaq (Isaac), Yaqub (Jacob), Yusuf (Joseph), Shu’aib (Jethro), Ayyub (Job), Dhulkifl (Ezekiel), Musa (Moses), Harun (Aaron), Dawud (David), Sulayman (Solomon), Ilyas (Elias), Alyasa (Elisha), Yunus (Jonah), Zakariya (Zachariah), Yahya (John the Baptist), Isa (Jesus) and Muhammad.

উপরে বর্ণিত সকলেই কি নবী কোরআন থেকে বর্ণিত ?

 

2) হাসান আর হুসাইন রাঃ তারা যে জান্নাতি এর কোন হাদিস আসে কারন আমরা ত জানি ১০ জন সাহাবি পৃথিবী তে জান্নাতের সুসংবাদ পেয়েছেন ?

1 Answer

0 votes
by (712,600 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
জ্বী ঠিক আছে



(২)
জান্নাতের সু-সংবাদ প্রাপ্ত দশ সাহাবী ব্যতীত আরো অনেক জান্নাতে যাবে।কেননা এই দশ ব্যতীত রাসূলুল্লাহ সাঃ আরো অনেকের ব্যাপারে জান্নাতের সু-সংবাদ দিয়ে গেছেন।যেহেতু একটি হাদীসে দশজন সাহাবীর নাম এসেছে,তাই এ দশজন সাহাবী জান্নাতি হিসেবে প্রসিদ্ধি লাভ করেছেন।

এ দশজন ছাড়া হামযা বিন আব্দুল মুত্তালিবও জান্নাতে যাবেন,এবং বেলাল ইবনে আবি রাবাহ সহ আরো অসংখ্য সাহাবাদের সম্পর্কে জান্নাতের সু-সংবাদ রয়েছে।তারা জান্নাতে যাবেন।

হযরত হামযা রাযি সম্পর্কে রাসূলুল্লাহ সাঃ বলেন,
قال رسول الله ﷺ: (سَيِّدُ الشُّهَدَاءِ حَمْزَةُ بن عَبْدِ الْمُطَّلِبِ) رواه
হামযা ইবনে আব্দুল মুত্তালিব শহীদদের সর্দার।(মুসতাদরাকে হাকীম-৪৮৮৪,তাবারানি-কাবির-২৯৫৮)
 
বেলাল ইবনে আবি রাবাহ সম্পর্কে রাসূলুল্লাহ সাঃ বলেন,
(يَا بِلَالُ بِمَ سَبَقْتَنِي إِلَى الجَنَّةِ؟ مَا دَخَلْتُ الجَنَّةَ قَطُّ إِلَّا سَمِعْتُ خَشْخَشَتَكَ أَمَامِي)
রাসূলুল্লাহ সাঃ বলছেন,হে বেলাল ইবনে আবি রাবাহ! যখনই আমি স্বপ্নযোগে জান্নাতে যাই,তোমার নড়াচড়া শুনতে পাই।সুনানে তিরমিযি-৩৬৮৯)
 
ইয়াসিরের পরিবারবর্গ সম্পর্কে রাসূলুল্লাহ সাঃ বলেন,
قال رسول الله ﷺ («صَبْرًا يَا آلَ يَاسِرٍ، فَإِنَّ مَوْعِدَكُمُ الْجَنَّةُ)
হে ইয়াসির তুমি ধর্য্য ধারণ করো! তোমার ঠিকানা জান্নাত।(মুসতাদরাকে হাকিম-৫৬৪৬,তাবারানি-কবির-৭৬৯)
 
উকাশাহ ইবনে মিহসান জান্নাতি। এ সম্পর্কে জানতে ভিজিট করুন-৯৩৬৭

হযরত আবু সাঈদ খুদরী রাযি থেকে বর্ণিত
عن أبي سعيد الخدري قال: قال رسول الله - صلى الله عليه وسلم -: (الحسن والحسين سيدا شباب أهل الجنة)
রাসূলুল্লাহ সাঃ বলেন,হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে।(সুনানে তিরমিযি-৩৭৬৮)

قال رسول الله ﷺ: (الْحَسَنُ وَالْحُسَيْنُ سَيِّدَا شَبَابِ أَهْلِ الْجَنَّةِ , وَأَبُوهُمَا خَيْرٌ مِنْهُمَا)
রাসূলুল্লাহ সাঃ বলেন,হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে।এবং তাদের পিতা তাদের থেকেও উত্তম।(হাকীম-৪৭৭৯,ইবনে মা'জা-১১৮,মসনদে আহমদ-১০৯৯৯)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...