আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
154 views
in সাওম (Fasting) by (6 points)
edited by
আসসালামু আলাইকুম
১.একটা গুনাহ কোনোভাবেই ছাড়তে পারছি না। বারবার সংকল্প করছি কোনোভাবেই আর এই গোনাহ করবো না।একদিন পরেই আবার সেই পাপ করছি।আবার আল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ চাচ্ছি। পরেরদিন আবার সেই একই গোনাহ করছি।এভাবেই চলছে,কোনোভাবেই আত্মনিয়ন্ত্রণ করতে পারছি না।

তো এমতাবস্থায় আমার মনে হচ্ছে, আমি যদি দুই সপ্তাহ বিরতিহীন রোজা রেখে দেই তাহলে কিছুটা হলেও আত্মনিয়ন্ত্রণ করতে পারবো।এখন প্রশ্ন হচ্ছে, এভাবে বিরতিহীন নফল রোজা রাখার বিধান আছে কিনা? নফসের নিয়ন্ত্রণে আর কি কি আমল করা যেতে পারে?

২.সোমবার,বৃহস্পতিবারে নিয়মিত রোজা রাখা হয়।এর পাশাপাশি আমার জন্মদিন উপলক্ষে শোকরিয়া স্বরুপ প্রতি বুধবারেও যদি রোজা রেখে দেই তাহলে এই জন্মদিন উপলক্ষে প্রতি বুধবারের রোজা জায়েজ হবে কিনা?

1 Answer

0 votes
by (644,430 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
ধারাবাহিক নফর রোযা নিষেধ নয়। বিশেষকরে নফসকে সংশোধন করার নিয়তে হলে তো আর কোনো সমস্যাই নাই। হ্যা, শরীর দুর্বল হয়ে যেতে পারে সেই আশংকায় একদিন গ্যাপ দিয়ে রোযা রাখার পরামর্শ হাদীসে প্রদান করা হয়েছে।

নফসের সংশোধনের জন্য কোনো শিক্ষকের শরণাপন্ন হওয়া অতীব জরুরী।
রাসূলুল্লাহ সাঃ কে আল্লাহ তা'আলা ৪ টি বিশেষ দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন।এ সম্পর্কে আল্লাহ বলেন,
هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ -
তিনিই নিরক্ষরদের মধ্য থেকে একজন রসূল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে পাঠ করেন তার আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত। ইতিপূর্বে তারা ছিল ঘোর পথভ্রষ্টতায় লিপ্ত।(সূরা-জুমুআহ-২)

রাসূলুল্লাহ সাঃ এর ৪ টি দায়িত্বের একটি দায়িত্ব হল,আত্মসুদ্ধি।এই আত্মসুদ্ধির অপর নাম তাসাউফ।তাসাউফ সম্পর্কে জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/1037

(২)
জ্বী, রাখতে পারেন। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (6 points)
আমি মেয়ে মানুষ(অবিবাহিতা) হওয়ায় সেভাবে নিয়মিত  কোনো শিক্ষকের সোহবতে থেকে শিক্ষা নেওয়া তো সম্ভব না।আইওএম এ শুধু  অনলাইনে পড়ার সুযোগ হয়েছে!
এখন,নিজে নিজে কোন ধরনের বই-পুস্তক পড়লে তা আমার আত্মসংশোধনে কার্যকরী হতে পারে?
by (644,430 points)
সিরাতে খাতামুল আম্বিয়া, ইসলামি বিশ্বকোষ,সহীহ বোখারী বাংলা সহ হাদীসের কিতাবাতির বাংলা অনুবাদ।এবং তাফসীরে মা'রিফুল কুরআন পড়ে নিবেন।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 437 views
0 votes
1 answer 89 views
...