اَلسَّلاَمْ عَلَيْـــــــــــكُمْ وَ رَحْمَةُ اللہِ وَبَرَكَاتُهُ
স্বপ্নে দেখছি আমি নানু বাড়িতে। আমার নানা রুমে আসলো। উনাকে একটু রাগান্বিত মনে হচ্ছিল দেখে। মনে হলো আমার উপরে ই রেগে আছেন। উনি একটু রেগে ই বলছিলেন যে কাল এখানে বৃষ্টি / ঝড় হবে। তখন আমার মনে পড়লো যে আমি তো আজ গোসল করিনি। বৃষ্টি/ ঝড় হলে তো কালও গোসল করতে পারব না। এজন্যই মনে হয় নানা আমার উপর রাগান্বিত। এরপর আমার মনে হলো কাল কেও একজন আসবে। স্বপ্নের মধ্যেও স্বপ্নে দেখছি যে, গুটি কয়েকজন মিলে একটা লোকের কাছে চিঠি বা কিছু একটা দিচ্ছে। সেই লোকটার মুখ পুরো হুজুরদের রুমালে আবৃত, ঠিক যেভাবে হামাসের মুখ ঢাকা থাকে ওমন। শুধু উনার মাথায় সৌদীদের মত একটা চাকতির শেইপও আছে। কিন্তু উনার চোখ! সেটা তো দেখা যাচ্ছিল না! সেখানে সাদা হয়ে ছিলো৷ মনে হয় আলো ছিলো। আর পরিবেশটা দেখে মনে হচ্ছিলো যেন সেই আশেপাশের লোক গুলো এই লোকটার কাছ থেকে বাইয়াত নিচ্ছে। আর এই লোকটাইই ইমাম মাহদী। এটাই মনে হচ্ছিলো। আর যারা যারা বাইয়াত নিয়েছে তারা সবাই এই একই স্বপ্ন দেখছিলো। সবাই যেন একই বৈঠকে স্বপ্ন দেখছে এমন।
এরপর আমার স্বপ্নে দেখি। একজন ছেলেকে সবাই ঔ স্বপ্নে বাইয়াত নিতে দেখেছে। বাট সেই ছেলেটা স্বপ্ন দেখেনি তাই তার মন খারাপ। তাকে এই দলে নেওয়া হবে না, যতক্ষণ না সে স্বপ্নে বাইয়াত নিতে দেখে৷ কিন্তু সে ২-৩ দিনের মধ্যে স্বপ্নটা দেখবে৷ এমন কিছু অগোছালো জিনিস দেখি।
এরপর হুট করে ঘুম ভেঙে যায় আমার। কেনো জানি একটু অস্থির লাগছিলো। মালাকুল মউতের ভয় হচ্ছলো। এরপর দেখি ফজরের ওয়াক্ত হয়ে গেছে। আর ৩০ মিনিট বাকি
এরপর আমার হুট করে ই মনে পড়লো, যে আমার নানা তো নেই, মারা যাওয়া ১ বছর পার হয়েছে। আর বর্তমানে আমার ইমান আমল অনেকক বেশি দূর্বল। অনেক বেশি।
এর কি কোনো ব্যাখ্যা আছে?