আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু,
মুফতি সাহেব আমার কিছু পরামর্শ প্রয়োজন। আমার হাতে প্রায় ৯-১০ মাস পুরোপুরি ফ্রি সময় আছে। আমি বাংলাদেশ বিচার বিভাগে একজন সহকারী বিচারক হিসেবে মনোনীত হয়েছি। সবকিছু ঠিক থাকলে ভেরিফিকেশন শেষে আগামী বছর জয়েনিং। এই সময়ের মাঝে কিছু প্রোডাক্টিভিটি কাজে সময় দিতে চাই যা আমার জন্য উপকারী হবে।
আমি নিজে প্ল্যান যেটা করেছি, কোরআন পড়তে শেখা সঠিক মাখরাজ দিয়ে। যেভাবে করলে সুন্দর সুরেলা ভাবে তিলাওয়াত করা যায়। কিছু সূরা হিফজ করা যেগুলো বেশ গুরুত্ববহ। যেমন: সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা মূলক (মুখস্ত নেই, তবে কেউ পড়লে তালে থেকে কন্টিনিউ করতে পারি) ইত্যাদি। কোনো মাধ্যম বলতে পারেন? কোনো কোর্স বা কোনো ইউটিউব চ্যানেল, যেখানে তাজবিদ-মাখরাজ শুদ্ধভাবে শেখায়।একইসাথে আপনি আর কিছু রুটিন দিতে পারেন কি ইসলামিক বিষয়ে জ্ঞান অর্জনের মতো কিছু। আপনার কাছে অনুরোধ থাকলো।
আপনার হয়তো মনে হচ্ছে যে এমন ২৭-২৮ বছরের মুসলিম ঘরের ছেলে কুরআন পড়তে পারেনা এ কেমন বিষয়!
আমি যে এর পূর্বে কখনো শেখার চেষ্টা করিনি তা নয়। কিন্তু কেউ আমার সাথে শুধু শুধু রাগারাগি করলে বা বকা দিলে আমার খুবই খারাপ লাগে। এবং তাকে বা সেই বিষয়টাকে এড়িয়ে চলি সবসময়। ছোটবেলায় প্রথম কোরআন পড়া শেখার চেষ্টা করছিলাম করছিলাম আব্বুর থেকে। কিন্তু প্রথম ২-৩ দিন পর থেকেই শুধু ধমক দিতো পড়ানোর সময়। এজন্য কিছুদিন পরে লেখাপড়ার বাহানা দিয়ে সরে আসছিলাম। এরপরে এক সময় মক্তবে পড়তে যাওয়া শুরু করি। সেখানের হুজুর আরো বেশি রাগী, এমনকি আরো আগে থেকে যারা পড়তো দেখতাম তাদের বেত্রাঘাত ও করতেন। মক্তব ও মাত্র ৪/৫ দিন যেয়ে আর যাইনি।
এইগুলো প্রাইমারি অব্দি। এরপরে ক্লাস সিক্স বা সেভেনে থাকতে, আমাদের সময়ে তো রমজানে ১ মাস এবং ৫-১০ দিন এর মতো ছুটি থাকতো। রমজানের ছুটির সময়ে আব্বুকে আরেকবার বলি শিখিয়ে দিতে। এবার শিখিয়ে দিতে যেয়ে আগের আচরণ এর পুনরাবৃত্তি করে। একবার কোনোরকম একটু বুঝিয়ে বা না বুঝিয়ে পড়তে বলে, না পারলেই ধমক।
এরপরে ছেড়ে দিয়েছিলাম আর কখনো চেষ্টা করিনি।
স্কুলে যাতে শিক্ষকের বেত্রাঘাত খাওয়া না লাগে এজন্য কখনো হোমওয়ার্ক মিস করতাম না। সঠিক টাইমে উপস্থিত হতাম যাতে এসেম্বলিতে টাইমমতো যেতে পারি, নইলে ও পিটি শিক্ষক এর বেত্রাঘাত খাওয়ার সম্ভাবনা ছিল। তো পুরো প্রাইমারি লাইফে একবার ও বেত্রাঘাত খাইনি, হাইস্কুলে খুব সম্ভবত ৪-৫ বার হবে। খুব ডিসিপ্লিনে চলছি শুধু মার এর ভয়ে।
আমায় দয়া করে কোনো গাইডলাইন দিন। জাজাকাল্লাহু খাইর।