আসসালামু আলাইকুম। হুজুর আমার প্রশ্নের জবাব দেওয়ার জন্য অনুরোধ রইলো।
আমার স্ত্রীকে আমি তিন তালাক দিয়ে ফেলি ঝগড়া করে। পরবর্তীতে ইদ্দত শেষে আমি আমার বন্ধুর সাথে আমার স্ত্রীকে বিবাহ দেয় এবং তারা ১ বার সহবাস করে। তারপর আমার নির্দেশে আমার আমার স্ত্রী নিজের উপর তিন তালাকে দেয়। তারপর ইদ্দত শেষে আমি আবার আমার স্ত্রীকে বিবাহ করি।
প্রশ্ন: আমার বন্ধুর সাথে আমার সম্পূর্ণ কথোপকথন তুলে ধরছি।
বন্ধু আমি আমার বউকে তিন তালাক দিয়ে ফেলেছি। তুই আমার বউকে বিয়ে করতে হবে যেন ভবিষ্যতে যদি কখনো তোদের তালাক হয়ে যায় তাহলে আমি যেন আবার আমার স্ত্রীকে বিয়ে করতে পারি।
তখন আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করে তালাক দেওয়ার শর্তে বিয়ে?
আমি তখন বলি, না বন্ধু তালাকের কোনো শর্ত নাই। তুই যতদিন ইচ্ছে তোর বউ হিসেবে রাখতে পারবি। কিন্তু মেয়েকে বিয়ের সময় তালাকের অধিকার দিতে হবে। যেন মেয়ের যতদিন ইচ্ছে তোকে জামাই হিসেবে রাখতে পারে।
(আমি এবং আমার স্ত্রী আগেই পরিকল্পনা করে রেখেছিলাম ১ বার সহবাসের পর আমার স্ত্রী নিজের উপর তিন তালাক দিয়ে দিবে)
তবে একটি শর্ত আমি আমার বন্ধুকে দিয়েছিলাম, বিয়ের পর যদি কখনো তুই তালাকের অধিকার ফিরিয়ে নিতে চাস, তাহলে তালাকের অধিকার ফিরিয়ে নেওয়ার সাথে সাথে তোর বর্তমান স্ত্রী তিন তালাক হয়ে যাবে। (বি:দ্র- আমার বন্ধু বিবাহিত ছিলো) তারপর আমি একটা চিরকুটে এই শর্ত লিখি এবং আমার বন্ধু এতে স্বাক্ষর করে।
শর্তটা এভাবে লিখা ছিলো,
আমি যদি বিয়ের পর আমার দ্বিতীয় স্ত্রী জন্নাত থেকে তালাকের অধিকার ফিরিয়ে নেয় তাহলে আমার আরেক স্ত্রী হাবিবার উপর আমার থেকে তিন তালাক পতিত হবে।
তারপর যথারিতি উভয়কে কালিমা পড়িয়ে বিয়ে দিয়ে দেয় দুজন স্বাক্ষীর উপস্থিতিতে। তারপর তারা আমার বাসায় সহবাস করে। তারপর আমার নির্দেশে আমার বউ নিজের উপর তিন তালাক দিয়ে দেয়। সে ইদ্দত আমার বাড়িতেই সম্পূর্ণ করে লোক লজ্জার ভয়ে।
পরবর্তীতে ইদ্দত শেষে আমি তাকে পুনরায় বিয়ে করি।
এখন আমি এভাবে হালালা করার পর, বর্তমান সংসার কি চালিয়ে যাওয়াতে কোনো সমস্যা হবে? আমি সংসার চালিয়ে যেতে পারবো কিনা?