আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ সম্মানিত উস্তায
আমি একটি বিষয়ে ইস্তিখারা করে ঘুমিয়ে যাই। এরপর স্বপ্নে দেখি-
আমরা আমাদের বাসায়। আমার পরিচিত একজন আমাদের বাসায় আসছে, কিছুটা রাগি রাগি ভাব। দরজার সামনে একটি গ্লাস রেখেছে, কেন যেন আমি সে গ্লাসটি ফেলে দেই।এরপর দেখি সে রাগি রাগি ভাব নিয়ে আমার দিকে তাকিয়ে চলে যাচ্ছে।
এরপর দেখি আমি, ভাবি আর ভাবির মা এই তিনজন একটি প্রোগ্রামে বা হসপিটাল যাই, সেখান থেকে আমরা তিনজন অন্য একজায়গায় (ভাবির খালামনির বাসা) যাওয়ার জন্য রিক্সায় উঠি। আমরা কিছুদূর যাই এরপর আমার মা আমাকে নিয়ে আসে। বলে যে তোর ওখানে যাওয়া লাগবে না বাসায় চল। আমাকে বকা দিচ্ছিল, কেন আমি ভাবিদের সাথে যাচ্ছি?
এরপর আমি আমার মায়ের সাথে চলে আসি। আমি আর মা একটা রিক্সায় উঠে বাসার দিকে রওয়ানা দেই। পথিমধ্যে আমি একটি চেইন পাই। রিক্সা থেকে কেন যেন নেমেছিলাম। আশেপাশে কিছু মানুষও ছিল। প্রথমে ভেবেছিলাম এটি স্বর্নের চেইন। পরে দেখি চেইনটা স্বর্ণের চেয়েও খুব দামি কোনো ধাতু দিয়ে তৈরি। দেখতে স্বচ্ছ কাচের মতো তার উপর গোল্ডেন কালারের খুব সুন্দর ডিজাইন করা। তবে চেইনটা ছিড়া ছিল। সেটা আমি আমার মা কে দেখাই। এরপর খুব সম্ভবত চেইনের আসল মালিককে পেয়ে সেই চেইনটা দিয়ে দেই।
এরপর একটু পরে আমি আরএকটি চেইন পাই। যেটি দেখতে নরমাল চেইনের মতোই ছিল। সেটি স্বর্নের চেইনই ছিল। আমি হাতে নিয়ে মা কে দেখাই। তবে চেইনটি পুরাতন ছিল। তখন মনে হয়েছিল এটা আমারই চেইন।
এরপরই ঘুম ভেঙে যায়।
এ স্বপ্নের ব্যাখ্যা কি হবে উস্তায? আমার করণীয় কী?
এ স্বপ্নটি কী ইস্তিখারা রিলেটেড স্বপ্ন? নাকি নরমাল স্বপ্ন
جزاك الله خيرا في الدنيا والأخرة